Advertisement
Advertisement
IND vs BAN

টাইগারদের বিরুদ্ধে নামার আগে নেটে ফুরফুরে বিরাট-রোহিত, রান পাবেন দুই মহাতারকা?

কানপুর টেস্টে তিন স্পিনার নিয়ে নামতে পারে ভারত।

IND vs BAN: Team India practices before second test against Bangladesh
Published by: Anwesha Adhikary
  • Posted:September 26, 2024 1:22 pm
  • Updated:September 26, 2024 1:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে (IND vs BAN) দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে মেন ইন ব্লু। এবার হোয়াইটওয়াশের লক্ষ্যে টাইগার বাহিনীর বিরুদ্ধে নামবেন রোহিত শর্মারা। তার আগে অনুশীলনে ফুরফুরে মেজাজে দেখা গেল টিম ইন্ডিয়া। শুক্রবার কানপুরে শুরু হচ্ছে বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট। তার আগে অনুশীলনের ভিডিও পোস্ট করেছে বিসিসিআই।

চেন্নাই টেস্টে একেবারেই ভালো পারফর্ম করতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা। একই অবস্থা বিরাট কোহলিরও। দুই ইনিংসে রোহিতের রান ১১, বিরাটের ২৩। তাঁদের ফর্ম নিয়ে উঠছে প্রশ্ন। তবে কানপুর টেস্টের আগে দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং করেছেন দুই তারকা। কিং কোহলি নিজেই নিজের মারা শট দেখে মুগ্ধ হয়ে যান। বেশ আগ্রাসী মেজাজেই তাঁকে দেখা যায় নেটে। অন্যদিকে, নেটে ডিফেন্সিভ শট খেলেন রোহিত।

Advertisement

ক্রিকেটমহলে জল্পনা চলছে, কানপুর টেস্টে তিন স্পিনার নিয়ে নামতে পারে ভারত। অনুশীলনে বল করতে দেখা গেল কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল দুজনেই বল করছেন। অশ্বিন-জাদেজার সঙ্গে শেষ পর্যন্ত কে খেলবেন, তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েই যাচ্ছে। এছাড়াও জশপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে কিনা তা নিয়ে চর্চা চলছে। কোচ গৌতম গম্ভীরকে দেখা গেল, তরুণ তুর্কি যশস্বী জয়সওয়ালকে আলাদা করে নিয়ে গিয়ে কথা বলছেন।

সূত্রের খবর, কানপুরে কালো মাটির পিচে খেলতে নামবে দুই দল। এই পিচে বাউন্স থাকবে না। বল আসবে নীচু হয়ে। তবে তার মানে এই নয় যে, একেবারে ঘূর্ণি পিচ হবে। বরং ব্যাটাররা কিছু সাহায্য পেতে পারেন বলেই ধারণা করা হচ্ছে। পিচের চরিত্রের কথা মাথায় রেখেই তিন স্পিনারে খেলতে পারেন রোহিত শর্মারা। ব্যাটারদের ক্ষেত্রে দলে কোনও পরিবর্তন হবে কিনা, প্রশ্ন রয়েছে সেই নিয়েও।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement