Advertisement
Advertisement

Breaking News

IND vs BAN

চেন্নাইয়ের লাল থেকে কানপুরের কালো মাটি, তিন স্পিনারে নামতে পারে ভারত, বিশ্রামে বুমরাহ?

কুলদীপ না অক্ষর, কে হতে পারেন ভারতের তৃতীয় স্পিনার?

IND vs BAN: Report says India will play with three spinners while Jasprit Bumrah might be rested

IND vs BAN: Report says India will play with three spinners while Jasprit Bumrah might be rested

Published by: Arpan Das
  • Posted:September 24, 2024 11:26 am
  • Updated:September 24, 2024 1:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে সহজেই জিতেছে ভারত। পরের মোকাবিলা (IND vs BAN) কানপুরে। সেখানেও অনেকটাই এগিয়ে থাকবেন রোহিত শর্মারা। কিন্তু দুই জায়গার পিচ আলাদা। ফলে বদল আসতে পারে দলেও। তাহলে কি বিশ্রামে পাঠান হবে বুমরাহকে? সেক্ষেত্রে টিমে নতুন এন্ট্রি হবে কার?

চেন্নাইয়ের পিচ ছিল লাল মাটির। পেসাররা অতিরিক্ত বাউন্স পেয়েছেন। তবে বিরাট কোনও ভয়ের জায়গা ছিল না। বাংলাদেশের ব্যাটাররা নিজেদের ভুলেই মুখ থুবড়ে পড়েছে। কিন্তু কানপুরের পিচ সেরকম হবে না বলেই খবর। সেখানে কালো মাটির পিচেই দেখা যাবে রোহিতদের সঙ্গে শান্তদের লড়াই।

Advertisement

ফলে এই পিচে বাউন্স থাকবে না। বল আসবে নীচু হয়ে। তবে তার মানে এই নয় যে, একেবারে ঘূর্ণি পিচ হবে। বরং ব্যাটাররা কিছু সাহায্য পেতে পারেন বলেই ধারণা করা হচ্ছে। তবু পিচের চরিত্রের কথা মাথায় রেখে তিন স্পিনারে খেলতে পারেন রোহিত শর্মারা। অশ্বিন-জাদেজা ছাড়াও দলে ঢুকতে পারেন কুলদীপ বা অক্ষর। অবশ্য সেটা কে হবেন, তা এখনও ঠিক করা হয়নি বলেই খবর। বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১৯টি উইকেট পেয়েছিলেন কুলদীপ। সেই পরিসংখ্যান তাঁকে এগিয়ে রাখতে পারে।

আর সেখানেই ভারতের কাছে সবচেয়ে বড় পরীক্ষা। জশপ্রীত বুমরাহকে কি তাহলে বিশ্রামে পাঠান হবে? বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন। তবে সামনে অনেক গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ আছে। নিউজিল্যান্ড সিরিজের পর নভেম্বর থেকে বর্ডার-গাভাসকর ট্রফি। বুমরাহ যাতে তরতাজা হয়ে সেখানে নামতে পারেন, সেদিকে লক্ষ্য থাকবে টিম ম্যানেজমেন্টের। আরও একটা মত, চেন্নাইয়ে খুব বেশি বল করতে হয়নি বুমরাহকে। প্রথম ইনিংসে ১১ ওভার হাত ঘোরানোর পর, দ্বিতীয় ইনিংসে মাত্র ১০ ওভার বল করেছেন। শেষ পর্যন্ত কানপুরে রোহিতরা কোন প্রথম একাদশ নামান, সেটা সময়ই বলবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement