Advertisement
Advertisement

Breaking News

IND vs BAN

নতু্‌ন শুরুর লক্ষ্যে বাংলাদেশ, জয় দিয়ে অভিযান শুরু করতে চান গম্ভীররা

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বেশ কয়েকজনের অভিষেক হতে পারে।

IND vs BAN: India will face Bangladesh in T20I
Published by: Arpan Das
  • Posted:October 6, 2024 12:01 pm
  • Updated:October 6, 2024 12:01 pm  

স্টাফ রিপোর্টার : রোহিত শর্মা নেই। বিরাট কোহলি নেই। দু’জনই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিয়েছেন। স্বাভাবিকভাবেই ২০২৬ বিশ্বকাপের কথা ভেবে এখন থেকেই বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে দেখে নেওয়ার ভাবনা-চিন্তা রয়েছে ভারতীয় টিম ম‌্যানেজমেন্টের। রবিবার বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম‌্যাচে বেশ কয়েকজনের অভিষেক হতে পারে। সবচেয়ে বেশি চর্চা চলছে ময়ঙ্ক যাদবকে নিয়ে। আইপিএলে ধারাবাহিকভাবে ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বোলিং করে গিয়েছিলেন। যা সবার নজর কেড়েছিল। কিন্তু তারপর থেকেই চোট-আঘাত সমস‌্যা ভোগাচ্ছিল তরুণ এই ভারতীয় পেসারকে। পুরোপুরি ফিট হয়ে ফিরেছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে তিনি কেমন বোলিং করেন, সেটা নিয়ে আগ্রহ রয়েছে। এছাড়া নীতীশ রেড্ডি ও হর্ষিত রানার উপরও নজর থাকবে। নীতীশ জিম্বাবোয়ে সফরে গেলেও প্রথম একাদশে সুযোগ পাননি। বাংলাদেশের বিরুদ্ধ টি-টোয়েন্টি সিরিজে তাঁর অভিষেক হতে পারে বলেই শোনা যাচ্ছিল। এদিকে, চোটের কারণে ছিটকে গেলেন শিবম দুবে। তাঁর জায়গায় দলে এলেন তিলক বর্মা। বাংলাদেশ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে। তবে অতীত আর মনে রাখতে চাইছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বলে দিয়েছেন, এটা নতুন সিরিজ। ফলে আগে কী ঘটেছে, সে’সব একেবারে মাথ থেকে ঝেড়ে ফেলে নামছে তাঁর টিম। গোয়ালিয়রে প্রায় ১৪ বছর পর আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। নতুন করে স্টেডিয়াম তৈরি হয়েছে। নতুন স্টেডিয়ামে গম্ভীরের টিম ইন্ডিয়া সিরিজের শুরুটা জয় দিয়ে করতে পারেন কি না, সেটাই দেখার।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement