ছবি: দেবাশিস সেন
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ হারতে হয়েছিল। সেখান থেকে পারথ টেস্টে (IND vs AUS) ঐতিহাসিক জয়। কীভাবে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া? পারথের গতি আর বাউন্সে ভরা পিচে আগে ব্যাট করার মতো সাহসী সিদ্ধান্তই বা নিলেন কেন? অজিদের ২৯৫ রানে উড়িয়ে দেওয়ার পর বুমরাহ (Jasprit Bumrah) জানালেন, নিজের উপর আস্থা রেখেই সাফল্য এসেছে।
প্রথম টেস্টে অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমান গিলকে বাদ দিয়ে নামতে হয়েছিল ভারতকে। ফর্মে ছিলেন না কে এল রাহুল, বিরাট কোহলিরা। তা সত্ত্বেও বিরাট ব্যবধানে জিতেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও এক নম্বরে উঠে এসেছে টিম ইন্ডিয়া। পারথে জেতার পরে এবার সিরিজ জেতার স্বপ্ন দেখছে ভারত। পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট জেতার পরে আর সিরিজ হারেনি ভারত।
কিন্তু পারথ টেস্টেও মোটেই জিতে যাওয়ার মতো অবস্থায় ছিল না ভারত। টসে জিতে ব্যাট করে ৫০ ওভার পেরনোর আগেই মাত্র ১৫০ রানে গুটিয়ে যায় ব্যাটিং। কিন্তু আশা ছাড়েননি অধিনায়ক বুমরাহ। ম্যাচ শেষ হওয়ার পরে তিনি বলেন, “প্রথম ইনিংসে সত্যি চাপে পড়ে গিয়েছিলাম। কিন্তু তার পরে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে দল সেটা অসাধারণ। আমি ২০১৮ সালে এখানে খেলেছি। জানতাম প্রথম দিকে উইকেট একটু নরম থাকে, তার পর গতি আরও বেড়ে যায়। তবে এবারের উইকেট এত সমস্যার নয়।”
কোন মন্ত্রে পারথ টেস্টে কামব্যাক করল ভারত? বুমরাহর মতে, “সকলকে বলেছিলাম নিজের দক্ষতার উপরে ভরসা রাখতে হবে। নিজের উপর আস্থা রাখলে অবশ্যই স্পেশাল কিছু করে দেখানো যায়।” বিরাট কোহলির সেঞ্চুরি নিয়ে বুমরাহর দাবি, “আমার মনে হয়নি বিরাট ফর্ম হারিয়েছে। নেটে ও খুব ভালো ছন্দে ছিল।” পারথে ভারতীয় হিসাবে সর্বোচ্চ রান করার নজির গড়েছেন যশস্বী জয়সওয়াল। তরুণ ওপেনারের এই ইনিংসই তাঁর কেরিয়ারের সেরা বলে মনে করছেন বুমরাহ। অস্ট্রেলিয়ায় খেলতে নেমেও যেভাবে ভারতীয়দের সমর্থন পেয়েছেন, তাতেও আপ্লুত ভারত অধিনায়ক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.