Advertisement
Advertisement
Border Gavaskar Trophy

‘বিরাট সবসময় অস্ট্রেলিয়ার সঙ্গে ডুয়েল জিততে চায়’, একান্ত সাক্ষাৎকারে কামিন্সকে বার্তা হগের

রোহিতের না থাকাটা ভারতীয় দলের কাছে বড় ধাক্কা, বলছেন প্রাক্তন অজি তারকা।

IND vs AUS: Exclusive interview of Brad Hogg before Border Gavaskar Trophy
Published by: Anwesha Adhikary
  • Posted:November 21, 2024 5:44 pm
  • Updated:November 21, 2024 6:59 pm  

বিরাট সাম্প্রতিক সময়ে একেবারে ফর্মে নেই। তবে অস্ট্রেলিয়া টিমের জন‌্য যেন আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্র্যাড হগ। বলে দিলেন, বিরাট সবসসময় অস্ট্রেলিয়ার সঙ্গে ডুয়েল জেতার চেষ্টা করেন। একইসঙ্গে হগ এটাও বলে দিলেন মহম্মদ শামির না থাকা ভারতের কাছে ধাক্কা। সবশেষে প্রাক্তন অজি এই স্পিনারের ভবিষ‌্যদ্বাণী, বর্ডার-গাভাসকর সিরিজ (IND vs AUS) জিতবে অস্ট্রেলিয়া।  সংবাদ প্রতিদিন-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বললেন হগ। পারথ থেকে শুনলেন দেবাশিস সেন

প্রশ্ন : বর্ডার-গাভাসকর সিরিজ (Border Gavaskar Trophy) নিয়ে আপনার কী অভিমত?
হগ : ভারতের জন‌্য খুব কঠিন সিরিজ হতে চলেছে। আমার মনে হয় ভারতীয় টিম মহম্মদ শামিকে প্রচণ্ড মিস করবে। মানছি ভারতীয় দলে অনেক প্রতিভা রয়েছে। তবে অস্ট্রেলিয়ায় অভিজ্ঞতা বড় একটা ফ‌্যাক্টর। এটাও ঠিক যে এর আগে অনেক তারকা ছাড়া ওরা অস্ট্রেলিয়াতে টেস্ট জিতেছে। এবারও হয়তো সেরকম কিছু করে নিউজিল‌্যান্ড সিরিজের খারাপ অভিজ্ঞতা ভোলার চেষ্টা করবে ভারত। এটাও মাথায় রাখতে হবে বিরাট কোহলির ফর্ম খারাপ। অধিনায়ক রোহিত শর্মা প্রথম টেস্টে নেই।  টিমের অধিনায়কের প্রথম টেস্টে না থাকা অবশ‌্যই বড় একটা সমস‌্যা। 

Advertisement

প্রশ্ন : রোহিতের না থাকাটা ভারতীয় দলের কাছে বড় ধাক্কার বলছেন?
হগ : অবশ‌্যই। ভারতীয় টিমের কাছে একটা বিশাল ধাক্কা। কারণ টিমের সব সময় তার ক‌্যাপ্টেনকে দরকার। রোহিতের ফর্ম ইদানীংকালে বেশ খারাপ। টেস্ট টিমে ওর থাকা উচিত কি না, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিটা পুরো টিমের উপর চাপ আরও বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, কোচ গৌতম গম্ভীরের উপরও বাড়তি একটা চাপ রয়েছে। দেখুন গম্ভীরকে নিয়ে এই মুহূর্তে কোনও প্রশ্ন তুলতে চাই না। আমার মনে হয় গম্ভীর এমন একজন কোচ যে ভবিষ‌্যতে ভারতকে প্রচুর সাফল‌্য দেবে।

প্রশ্ন : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের রেকর্ড বরাবরই খুব ভালো। যদিও সাম্প্রতিক সময়ে কোহলি একেবারেই চেনা ফর্মের ধারেকাছে নেই।
হগ : বিরাট সবসময় অস্ট্রেলিয়ায় খেলতে ভালোবাসে। এখানকার চ‌্যালেঞ্জটা নিতে পছন্দ করে। তবে এবার ওর উপর চাপ থাকবে। কোহলি লড়াই করতে জানে। আমার দেখা অন‌্যতম সেরা ক্রিকেটার। আশা করব বিরাটোচিত ব‌্যাটিং দেখব ওর থেকে। আর অস্ট্রেলিয়াকে পাল্টা চাপে ফেলবে। বিরাট সময় অস্ট্রেলিয়ার সঙ্গে ডুয়েল জেতার চেষ্টা করে।

প্রশ্ন : এবার একটু ঋষভ পন্থের প্রসঙ্গে আসি। এই সিরিজে ভারতীয় টিমের ভাল রেজাল্টের ক্ষেত্রে ঋষভের ভূমিকা কতটা হতে চলেছে?
হগ : ঋষভ কখন কী করে দেবে, সেটা কেউ  জানে না। বিপক্ষ বোলারদের উপর চাপটা তৈরি করে দিতে পারে পন্থ। ওর জন‌্য পারফেক্ট ব‌্যাটিং অর্ডার হল পাঁচ নম্বর। তারপর একজন স্পেশালিস্ট ব‌্যাটার আসবে। ফলে এটা ঋষভ আর ওর পরে যে আসবে, দু’জনের উপর থেকেই চাপটা সরিয়ে দেবে।

প্রশ্ন : শেষ প্রশ্ন। আপনার কী মনে হয় সিরিজের রেজাল্ট কী হবে?
হগ : অস্ট্রেলিয়া ৩-২ জিতবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement