সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারথ টেস্টে (IND vs AUS 1st Test) কে এল রাহুলের আউট নিয়ে তুমুল বিতর্ক। ভারতীয় ওপেনার আদৌ আউট ছিলেন কিনা, তাঁর আউটের রিভিউ সঠিকভাবে দেখানো হয়েছে কিনা সেই নেটদুনিয়ায় চলছে চর্চা। তবে প্রাক্তন আম্পায়ার সাইমন টফেলের দাবি, রাহুলকে আউট দেওয়ার সিদ্ধান্তে কোনও ভুল ছিল না।
রোহিত শর্মা না খেলায় শুক্রবার পারথ টেস্টে (Border Gavaskar Trophy) ওপেন করতে নেমেছিলেন রাহুল। শুরু থেকেই ক্রিজ কামড়ে পড়েছিলেন ভারতীয় ব্যাটার। খানিকটা সামলে নেওয়ার পরে বেশ কয়েকটি অনবদ্য শট আসে রাহুলের ব্যাট থেকে। উলটো দিকে পরপর তিন উইকেট পড়ে গেলেও রাহুলকে বেশ ভালো ছন্দে দেখা যাচ্ছিল। মোট তিনটি বাউন্ডারি মারেন তিনি।
বিপত্তি বাঁধে ২৩ তম ওভারে। ওই ওভারে বল করতে আসেন অজি পেসার মিচেল মার্শ। ওভারের দ্বিতীয় বলটি রাহুলের ব্যাটের খুব কাছ ঘেঁষে সোজা চলে যায় উইকেটকিপার অ্যালেক্স কেরির গ্লাভসে। সঙ্গে সঙ্গে আউটের আবেদন করে অজি ব্রিগেড। যদিও মাঠে থাকা আম্পায়ার নট আউট দেন। তখন ডিআরএস নেয় অস্ট্রেলিয়া।
রিভিউয়ে দেখা যায়, সামান্য স্পাইক রয়েছে, অর্থাৎ ব্যাটে কিছু লেগেছে। কিন্তু বল লেগে স্পাইক হয়েছে নাকি ব্যাটে লেগে হয়েছে, সেটা বোঝা যায়নি। অধিকাংশ ডি আর এসের ক্ষেত্রে ডিআরএসের সময়ে ব্যাটারের প্যাডও দেখা যায় রিভিউতে। কিন্তু পারথ টেস্টে সেই প্রযুক্তি ছিল না। বিতর্ক জিইয়ে রেখে আউট দেন থার্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। রাহুল নিজেও আউট হয়ে বেশ অসন্তোষ প্রকাশ করেন। তাঁর মতে, ব্যাট প্যাডে লেগেছিল বলে শব্দ হয়েছে, ব্যাটে-বলে হয়নি। যদিও প্রাক্তন এলিট আম্পায়ার সাইমন টফেলের মতে, দুবার স্পাইক দেখা গিয়েছে। প্রথমবার ব্যাটে বল লাগার, দ্বিতীয়বার প্যাডে ব্যাট লাগার। তা সত্ত্বেও রাহুলের (KL Rahul) আউট নিয়ে বিতর্ক থামছে না।
“His pad and bat are not together at that point in time as the ball passes.
“It’s (bat hitting pad) after, in fact, the ball passes the edge. Does Snicko pick up the sound of the bat hitting the pad?
“We’re assuming (Snicko) may be the outside edge of the bat but that may not… pic.twitter.com/hvG0AF9rdo
— 7Cricket (@7Cricket) November 22, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.