Advertisement
Advertisement
IPL

আইপিএলের বোধনে ভারতের জয়গান, দেশাত্মবোধে মঞ্চ মাতালেন সোনু-রহমান-অক্ষয়

আইপিএলের মঞ্চে ভারতের জয়গান। ইন্ডিয়া গেট, অশোক চক্র ভারতের অভিজ্ঞান। এআই প্রযুক্তি ব্যবহার করে মাঠের ভিতরেই ফুটিয়ে তোলা হয় ইন্ডিয়া গেট, অশোক চক্র। চন্দ্রযানের মুহূর্তও তুলে ধরা হয় এআই প্রযুক্তির মাধ্যমে। ভারতভক্তির ছবি তুলে ধরলেন টাইগার শ্রফ ও অক্ষয় কুমারও।  

Inaugural ceremony of IPL sets the tone

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েকটি মুহূর্ত। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:March 22, 2024 7:34 pm
  • Updated:March 22, 2024 8:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের মঞ্চে ভারতের জয়গান। ইন্ডিয়া গেট, অশোক চক্র ভারতের অভিজ্ঞান। এআই প্রযুক্তি ব্যবহার করে মাঠের ভিতরেই ফুটিয়ে তোলা হল ইন্ডিয়া গেট, অশোক চক্র। চাঁদের মাটিতে চন্দ্রযানের মুহূর্তও তুলে ধরা হয় এআই প্রযুক্তির মাধ্যমে। ভারতভক্তির ছবি তুলে ধরলেন টাইগার শ্রফ ও অক্ষয় কুমারও।  দেশের পতাকা হাতে গোটা মাঠ প্রদক্ষিণ করেন দুই তারকা। 
প্রতিবার আইপিএলের জলসা ঘিরে বিতর্ক তৈরি হয়। খেলার মাঠে নাচ-গান কেন, এমন প্রশ্নও  তোলা হয়েছিল অতীতে। এবারের উদ্বোধনী অনুষ্ঠান দেখার পরে কেউ কি আর বিতর্কের গন্ধ পাবেন! পাওয়ার কথাও নয়। 
চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর উত্তেজক ম্যাচ নিয়ে তোলপাড় গোটা দেশ। তার আগে মঞ্চ মাতানোর কাজটা করে গেলেন এআর রহমান, সোনু নিগম, নীতি মোহন, মোহিত চহ্বানরা। জনপ্রিয় সব গানের ককটেলে চিপক মাতালেন তাঁরা। সোনু নিগম ধরলেন ‘বন্দেমাতরম’। গানের রণনে চিপকের দর্শকদের শরীরে হিল্লোল তৈরি হল। রহমান গাইলেন জনপ্রিয় গান ‘মা তুঝে সালাম’। 

শুরুটা অবশ্য করেন বোমান ইরানি। তিনিই মঞ্চে ডেকে নেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে। এই দুই তারকা ‘বড়ে মিঞ্চা-ছোটে মিঞ্চা’ ছবির গানের সঙ্গে মঞ্চে আগুন ঝরালেন। আবার তাঁরাই ‘সব সে আগে হোঙ্গে হিন্দুস্তানি’ গানের সঙ্গে দেশের পতাকা হাতে নিয়ে দৌড়লেন চিপকে। অনুষ্ঠান চলাকালীন প্রযুক্তির ব্যবহারে তুলে ধরা হয় ইন্ডিয়া গেট, অশোক চক্র। চন্দ্রযানের মুহূর্তও ফুটিয়ে তোলা হয় প্রযুক্তির মাধ্যমে। 

Advertisement

[আরও পড়ুন : ‘সহজ সুযোগ নষ্ট করে ম্যাচ কঠিন করে তুললাম আমরা’, আফগানদের বিরুদ্ধে ড্র করে হতাশ স্টিমাচ]

‘বড়ে মিঞ্চা-ছোটে মিঞ্চা’ ছবির গানের সঙ্গে নাচেন টাইগার-অক্ষয়। শোনা গেল অক্ষয়ের ছবির হিট গান ‘চুরাকে দিল মেরা’র চটুল সুর। অনুষ্ঠান যত দীর্ঘায়িত হল ততই যেন সুরেলা সুর ঢাললেন রহমান। তামিল ছবির জনপ্রিয় গানের সঙ্গে বলিউডি গানের মিশেলে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানকে পৌঁছে গিলেন অন্য এক উচ্চতায়। বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনিরা মাঠ মাতানোর আগেই মঞ্চ তৈরি করা হল তাঁদের জন্য। বাকিটা এখন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোর্টে। 

[আরও পড়ুন : ইয়র্কারে শান দিচ্ছেন স্টার্ক, অজি তারকাকে কি সামলাতে পারবে সানরাইজার্স হায়দরাবাদ?] 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement