Advertisement
Advertisement

Breaking News

Imran Tahir

খেলিয়ে টাকা দেয়নি বাংলাদেশের দল, বিস্ফোরক প্রোটিয়া ক্রিকেটার

গত মরশুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ওই প্রোটিয়া ক্রিকেটার।

Imran Tahir levels serious allegations against BPL's Rangpur Riders
Published by: Subhajit Mandal
  • Posted:December 6, 2024 4:43 pm
  • Updated:December 6, 2024 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুক্তি ছিল। সেইমতোই খেলেছেন তিনি। কিন্তু চুক্তিমতো অর্থ মেটায়নি ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্সের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন প্রোটিয়া ক্রিকেটার ইমরান তাহির। প্রোটিয়া স্পিনার এই অভিযোগটি করেছেন সেই রংপুরের বিরুদ্ধেই খেলার আগে মাঠে দাঁড়িয়ে।

এই মুহূর্তে তাহির গ্লোবাল সুপার লিগে খেলছেন অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। তিনিই ওই দলের অধিনায়ক। গতকাল গ্লোবাল সুপার লিগে রংপুরেরই মুখোমুখি হয়েছিল তাহিরের দল। সেই ম্যাচে টস করতে গিয়ে প্রোটিয়া স্পিনার বললেন, “আমরা প্রতিটি ম্যাচই জয়ের লক্ষ্যে নামি। তবে রংপুরের বিরুদ্ধে ভালো খেলার একটা বাড়তি তাগিদ আছে। কারণ, গত বছর আমি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলাম। তবে আমাকে চুক্তির টাকা মেটানো হয়নি। আমি এই ম্যাচে ভালো কিছু করার জন্য মুখিয়ে আছি।”

Advertisement

গত মরশুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন ইমরান তাহির। পুরো মরশুম অবশ্য বাংলাদেশে ছিলেন না তিনি। মরশুমের শুরুতে ছিলেন। মাঝে অন্য লিগ খেলতে যান আবার শেষের দিকে রংপুরের হয়ে খেলেন। তাহিরের অভিযোগ, গত মরশুমের চুক্তির টাকা মেটায়নি রংপুর। যদিও রংপুর কর্তৃপক্ষের দাবি, তাহির টুর্নামেন্টের মাঝপথে ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেওয়ায় তাঁকে পুরো টাকা দেওয়া হয়নি।

আইপিএলের ধাঁচে ১১ বছর আগে বাংলাদেশে শুরু হয় পেশাদার টি-২০ লিগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুটা ঘটা করে হলেও ১১ বছরেও সেভাবে পেশাদারিত্ব অর্জন করতে পারেনি এই লিগ। প্রতিবছর ফ্র্যাঞ্চাইজিগুলির মালিক বদলে যায়, নাম বদলে যায়। সূচি ঘোষণা থেকে শুরু করে ম্যাচের আয়োজন সবেতেই চূড়ান্ত অপেশাদারিত্ব দেখা যায়। তেমনই পেশাদারিত্বের অভাব স্পষ্ট হল ইমরান তাহিরের বক্তব্যে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement