পাকিস্তানকে হারিয়ে এভাবেই সেলিব্রেশন করেছিলেন বিরাট। ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভাবে কেউ ট্রোল হতে পারেন! ইদানিং সোশাল মিডিয়াতে ব্যাপকভাবে কটাক্ষের শিকার হচ্ছেন আফগানিস্তানের (Afghanistan) ইব্রাহিম জারদান (Ibrahim Zadran)! কিন্তু কেন রশিদ খানের (Rashid Khan) জাতীয় দলের সতীর্থ এমন বিপদে পড়লেন? আসলে বিরাট কোহলির (Virat Kohli) একটি টুইট ‘কপি’ করে X হ্যান্ডেলে হুবহু তুলে দিয়েছেন আফগান ব্যাটার। আর সেইজন্য নেটিজেনরা তাঁকে বিদ্ধ করছেন।
২০২২ সালের ২৩ অক্টোবর। সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে (Pakistan) ৪ উইকেটে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া (Team India)। চাপের মুখে আগাগোড়া দাপটের সঙ্গে ব্যাট করেন বিরাট। তাঁর ৫৩ বলে ৮২ রানের ইনিংসের জন্য মেলবোর্নের রুদ্ধশ্বাস ম্যাচে জয়ের মুখ দেখেছিল রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে জয়ের পর ২০২২ সালের ২৬ নভেম্বর X হ্যান্ডেলে বিরাট লিখেছিলেন, ‘২০২২ সালের ২৩ অক্টোবর দিনটা সবসময় আমার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে থাকবে। এর আগে কখনও কোনও ক্রিকেট ম্যাচে এত উত্তেজিত বোধ করিনি। ওই সন্ধ্যাটা অত্যন্ত আশীর্বাদধন্য ছিল।’
October 23rd 2022 will always be special in my heart. Never felt energy like that in a cricket game before. What a blessed evening that was 💫🙏 pic.twitter.com/rsil91Af7a
— Virat Kohli (@imVkohli) November 26, 2022
October 23rd 2023 will always be special in my heart. Never felt energetic like that in a cricket game before.
What a blessed evening that was. 🇦🇫 pic.twitter.com/4p70GdZdOf— Ibrahim Zadran (@IZadran18) November 25, 2023
এবারের বিশ্বকাপে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে আফগানিস্তান। সেই ম্যাচটাও ছিল কাকতালীয়ভাবে ২৩ অক্টোবর। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে জিতে ইতিহাস গড়েছিলেন রশিদ খান-নূর আহমেদরা। ১১৩ বলে ৮৭ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন ইব্রাহিম। বিরাট যেমনভাবে পাকিস্তানকে হারিয়ে একমাস পর টুইট করেছিলেন, ঠিক সেভাবেই ২৫ নভেম্বর পোস্ট করেছেন জাদরান। আফগান ব্যাটার লিখেছেন, ‘২০২৩ সালের ২৩ অক্টোবর দিনটা সবসময় আমার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে থাকবে। এর আগে কখনও কোনও ক্রিকেট ম্যাচে এত উত্তেজিত বোধ করিনি। ওই সন্ধ্যাটা অত্যন্ত আশীর্বাদধন্য ছিল।’
নেটিজেনদের দাবি, বিরাটের দেখাদেখি আফগান ব্যাটার তাঁর দেশের জয় এবং নিজের পরফরম্যান্সকে সেলিব্রেট করতে চেয়েছিলেন। কিন্তু কিং কোহলির টুইটের বয়ানের তাঁর টুইট হুবহু মিলে যাবে কে জানত! আর তাই সোশাল মিডিয়াতে ব্যাপকভাবে ট্রোল হচ্ছেন ইব্রাহিম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.