সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৬ মাস টেস্ট ক্রিকেট খেলেনি ভারত। তাও আইসিসি টেস্ট ক্রমতালিকায় সুখবর পেলেন ভারতীয় তারকারা। বাংলাদেশ সফরের আগে সবচেয়ে বড় সাফল্য পেলেন খোদ অধিনায়ক রোহিত শর্মা। ৩ বছর বাদে টেস্ট ক্রিকেটে প্রথম পাঁচে উঠে এলেন ভারত অধিনায়ক।
বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম পাঁচে চলে এসেছেন ভারতীয় দলের অধিনায়ক। এর আগে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে শেষবার প্রথম পাঁচে ছিলেন রোহিত। এক ধাপ এগিয়েছেন তিনি। পিছিয়ে গিয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।
ভারতের আরও দুই ব্যাটার যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলিও এক ধাপ করে এগিয়ে যথাক্রমে ছয় এবং সাত নম্বরে রয়েছেন ক্রমতালিকায়। মার্চ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেখানে একতরফা জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। তার পর আইপিএল গিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। কিন্তু টেস্টে আর নামা হয়নি। টানা ৬ মাসে টেস্ট ম্যাচ না খেললেও রোহিতরা টেস্ট ক্রমতালিকায় উপরের দিকে উঠছেন। ৬ মাস টেস্ট না খেলায় রোহিতদের রেটিং পয়েন্ট বাড়েনি। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে খারাপ পারফর্ম করায় ইংল্যান্ডের একাধিক ব্যাটারের রেটিং পয়েন্ট কমে গিয়েছে।
আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে অবশ্য এখনও ইংল্যান্ডেরই জো রুট। দুই নম্বরে রয়েছেন কেন উইলিয়ামসন। তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের ডারিল মিচেল। চতুর্থ স্থানে স্টিভ স্মিথ। পাঁচে রোহিত উঠে এলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.