সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাডিলেড টেস্টে ১০ উইকেটে হার। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়েও পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। ফর্মের মধ্যে নেই রোহিত শর্মা-বিরাট কোহলি। এবার আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়েও বড়সড় ধাক্কা খেলেন ভারতের দুই তারকা ব্যাটার। দুজনেই অনেকটা পিছিয়ে পড়লেন টেস্ট র্যাঙ্কিংয়ে। তবে বোলিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জশপ্রীত বুমরাহ।
পিঙ্ক বল টেস্টে ওপেন করার বদলে ৬ নম্বরে নেমেছিলেন রোহিত শর্মা। কিন্তু তাতেও রানে ফেরা হয়নি। দুই ইনিংস মিলিয়ে সংগ্রহ মাত্র ৯ রান। অন্যদিকে বিরাট প্রথম ইনিংসে করেছিলেন ৭ রান, দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ১১। তারই প্রভাব পড়ল আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে। বিরাট পতন ঘটল দুজনেরই।
এদিন যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে ভারত অধিনায়ক রয়েছেন ৩১তম স্থানে। পিছিয়ে গিয়েছেন ৫ ধাপ। আর বিরাট একধাক্কায় পিছিয়ে গিয়েছেন ৬ ধাপ। ১৪তম স্থান থেকে বর্তমানে তাঁর র্যাঙ্কিং ২০। ভারতীয়দের মধ্যে প্রথম দশে আছেন মাত্র দুজন। দিন-রাতের টেস্টে ব্যর্থ হয়েও চতুর্থ স্থান ধরে রেখেছেন যশস্বী। অন্যদিকে নবম স্থানে আছেন ঋষভ পন্থ। সতীর্থ জো রুটকে সরিয়ে শীর্ষে উঠে এলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।
বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন বুমরাহ। অ্যাডিলেডেও তিনি চার উইকেট পেয়েছেন। একধাপ নেমে পঞ্চম স্থানে নেমে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। সেই জায়গা দখল করেছেন প্যাট কামিন্স। তবে অলরাউন্ডারদের মধ্যে প্রথম ও তৃতীয় স্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা ও অশ্বিন।
Joe Root’s reign is over 😮
A new World No.1 has been crowned in the ICC Men’s Test Batting Rankings 🏅 https://t.co/4r1ozlrWSA
— ICC (@ICC) December 11, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.