Advertisement
Advertisement
ICC T20 World Cup 2024

‘ক্রিকেটার ১৭ জন, ঘর ৬০টা! ছুটি কাটাতে গিয়েছিলে?’ প্রাক্তন পাক ক্রিকেটারের তোপ বাবরদের

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে প্রবল কটাক্ষের মুখে পাক তারকারা।

ICC T20 World Cup 2024: Former Pakistan cricketer slams Babar Azam and his teammates after Pakistan's early exit from the WC

প্রবল কটাক্ষের মুখে পাক দল।

Published by: Krishanu Mazumder
  • Posted:June 20, 2024 4:54 pm
  • Updated:June 20, 2024 5:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) থেকে ছিটকে গেলেও পাকিস্তানকে নিয়ে চর্চা কিন্তু চলছেই। প্রাক্তন ক্রিকেটাররা তোপ দাগছেন। তীব্র সমালোচিত হচ্ছেন বাবর আজমরা। এবার দেশের প্রাক্তন উইকেট কিপার-ব্যাটার আতিক উজ জামান তীব্র কটাক্ষ করলেন বাবর আজমদের।
একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। আতিক পাক ক্রিকেটারদের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের কাণ্ডকারখানা দেখে আতিকের মনে হয়েছে, দেশের হয়ে খেলতে নয়, ছুটি কাটাতে গিয়েছেন পাক ক্রিকেটাররা।

[আরও পড়ুন: ২৭ বছর আগের ব্যর্থতা নিয়ে খোঁচা! সাংবাদিকের প্রশ্নে অগ্নিশর্মা রাহুল দ্রাবিড়]

আতিকের কথায়, ”তোমরা এত নাটক করলে! আমাদের সময়ে একজন কোচ এবং তাঁর সঙ্গে একজন ম্যানেজার থাকতেন। এভাবেই দল পরিচালনা করা হত। দলে এখন ১৭ জন অফিসিয়াল এবং ১৭ জন ক্রিকেটার। শোনা যাচ্ছে, তোমাদের জন্য ৬০টা ঘর বুক করে রাখা হয়েছিল। যাক এটা নিতান্তই রসিকতা। তোমরা কি ক্রিকেট খেলতে গিয়েছিলে নাকি ছুটি কাটাতে?”
এখানেই শেষ নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপরেও চটেছেন আতিক। এই ধরনের মেগা টুর্নামেন্টে পরিবার নিয়ে যাওয়া উচিত নয় বলে জানান আতিক। তাঁকে বলতে শোনা গিয়েছে,”বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে পরিবার নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হল কেন? বিদেশ সফরে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়া অভ্যাসে পরিণত হয়েছে। ওরা সন্ধেবেলা বেড়াতে যায়। ক্রিকেট থেকে ফোকাস নড়ে যায়। পরিবার, বাচ্চা, স্ত্রীদের উপরে নজর দিতে গিয়েই ক্রিকেটের উপর থেকে মনোযোগ হারিয়ে ফেলে ক্রিকেটাররা। রাস্তায় দাঁড়িয়ে ওরা খাবার খেয়েছে। সেই মুহূর্ত ধরা পড়েছে ভিডিওয়।”
পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতি এমনই হয়েছে, যেখানে শৃঙ্খলা বলে কিছু নেই। এত বড় একটা টুর্নামেন্ট খেলতে গিয়েছে ক্রিকেটাররা অথচ ফোকাসই নেই খেলায়?

Advertisement

[আরও পড়ুন: রহস্যমৃত্যু দেশের প্রাক্তন পেসার ডেভিড জনসনের, শোকস্তব্ধ ক্রিকেটমহল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement