ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অধিনায়ক বাবর আজমকে (Babar Azam) একহাত নিলেন আহমেদ শেহজাদ। বলে দিলেন, যে ম্যাচ জেতাতেই পারে না, সে আবার কীসের কিং?
বিশ্বকাপে দুটো ম্যাচই হেরে বসেছে পাকিস্তান। দল হারার পরই প্রাক্তনদের তোপ উড়ে এসেছে বাবর আজমের দিকে।
পাক অধিনায়কের বিরুদ্ধে আরও বড় অভিযোগ এনেছেন শেহজাদ। বাবর আজম তাঁর পছন্দের ক্রিকেটার খেলিয়ে আসলে দলটার ক্ষতি করছেন বলে উল্লেখ করেছেন আহমেদ শেহজাদ। তিনি বলেছেন, ”বি, সি, ডি দলের বিরুদ্ধে রান করে মানুষকে সম্মোহীত করে রেখেছ তুমি। তোমাদের খেলার উন্নতির জন্য স্যালারি বাড়িয়েছে পিসিবি। কিন্তু সেই অর্থ তুমি সোশাল মিডিয়ায় ইমেজ বিল্ডিংয়ের জন্য ব্যবহার করেছো।”
রবিবারের মহারণে ভারত প্রথমে ব্যাট করে তুলেছিল ১১৯ রান। সেই রানও তুলতে পারেনি পাকিস্তান। বড় ম্যাচে বাবর আজম রান করতে পারেন না বলে অভিযোগ করেন আহমেদ শেহজাদ। তিনি বলেন, ”বড় টুর্নামেন্টে তোমার রান, পরিসংখ্যান, গড়, স্ট্রাইক রেট দেখো। তুমি কেমন ধরনের রাজা, বাবর আজম? এই রাজাকে নিয়ে কী করব, যে ম্যাচ জেতাতেই পারে না?”
আহমেদ শেহজাদ আরও বলেন, ”তুমি তোমার বন্ধুদের দলে নিয়েছ এবং ৪০টি ম্যাচ ওদের হাতে রয়েছে নিজেদের প্রমাণ করার জন্য। তুমি বরং চল্লিশ বছর বয়সি ইমরান নাজিরকে ৪০টি ম্যাচ দাও, এই বয়সেও ও তোমায় পারফরম্যান্স দেবে।” ঘরোয়া লিগে যাঁরা পারফর্ম করছে, তাঁরা সুযোগ না পেয়ে দেশ ছাড়ছে। সংযুক্ত আরব আমিরশাহি, মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.