Advertisement
Advertisement

Breaking News

ICC

দুদিনে টেস্ট হেরেছিল বাংলাদেশ, কানপুরের সেই পিচ নিয়ে অসন্তুষ্ট আইসিসি

ভারতের কোন পিচ কেমন রেটিং পেল?

ICC rates Kanpur pitch as unsatisfactory

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:November 8, 2024 3:50 pm
  • Updated:November 8, 2024 3:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে মাত্র দুদিনের মধ্যে হারিয়ে দিয়েছিল ভারত। কিন্তু সেই ম্যাচের পিচকে অসন্তোষজনক বলে জানিয়ে দিয়েছে আইসিসি। তবে ভারতের অন্যান্য মাঠগুলোকে সন্তোষজনক আখ্যা দিয়েছে ক্রিকেটের নিয়ামক সংস্থা। চেন্নাইয়ের পিচকে খুব ভালো রেটিং দেওয়া হয়েছে।

গত দুমাসে ঘরের মাঠে মোট পাঁচটি টেস্ট খেলেছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে ২-০ জিতেছে রোহিত ব্রিগেড। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ হারতে হয়েছে মেন ইন ব্লুকে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট খেলা হয় চেন্নাইয়ে। সেই মাঠের পিচকে খুব ভালো রেটিং দিয়েছে আইসিসি। সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলা হয় কানপুরে। কিন্তু সেই পিচ নিয়ে একেবারেই সন্তুষ্ট নয় আইসিসি।

Advertisement

বৃষ্টির জেরে কানপুর টেস্টের প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়। তার পর দুদিন মাঠে নামতেই পারেননি ক্রিকেটাররা। বৃষ্টি না হওয়া সত্ত্বেও তৃতীয় দিনের খেলা হয়নি কানপুরে। একেবারে শেষ দুদিনে গিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। মাঠের বেহাল দশার পাশাপাশি স্থানীয় পূর্ত বিভাগ জানায়, কানপুরের গ্রিন পার্ক সেটডিয়ামের একটি স্ট্যান্ড অত্যন্ত বিপজ্জনক। সব মিলিয়েই কানপুরকে খারাপ রেটিং দিয়েছে আইসিসি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের মাঠ নিয়ে অবশ্য সন্তোষজনক রেটিং দিয়েছে ক্রিকেটের নিয়ামক সংস্থা। বেঙ্গালুরু, পুণে এবং মুম্বইয়ের মাঠে খেলা হয়েছে এই তিনটি টেস্ট। প্রত্যেক মাঠকেই দেওয়া হয়েছে সন্তোষজনক রেটিং। যদিও ম্যাচ রেফারি ডেভিড বুন এই তিন মাঠের পিচকে তোপ দেগেছিলেন। উল্লেখ্য, ছ’টি পর্যায়ে মাঠের মান নির্ধারণ করা হয়। সেগুলো হল খুব ভাল, সন্তোষজনক, অসন্তোষজনক, সাধারণের থেকে খারাপ, খুব খারাপ এবং খেলার অযোগ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement