স্বপ্নভঙ্গের পর ভারতীয় দলের বডি ল্যাঙ্গুয়েজ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যসমাপ্ত বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) অন্যতম ফেভারিট ছিল টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু সেটা আর হল কোথায়! আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের একপেশে ফাইনালে ভারতকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বজয়ী হয়েছে অস্ট্রেলিয়া (Australia)। আর সেই মেগা ম্যাচ হারতেই সন্দীপ পাতিলের (Sandeep Patil) সঙ্গে মন্টি পানেসারের (Monty Panesar) সঙ্গে তুমুল ঝামেলা লেগে গেল।
কিন্তু কেন শুরু হয়েছিল ভারত ও ইংল্যান্ডের দুই ক্রিকেটারের মধ্যে ঝামেলা? বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে ধনী ক্রিকেট সংস্থা হল বিসিসিআই। তবে আইসিসি ইভেন্টে একেবারে ব্যর্থ টিম ইন্ডিয়া। সেই ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকে আইসিসি প্রতিযোগিতায় ভারত জয়ের মুখ দেখেনি। সেটা নিয়ে বিসিসিআই-কে খোঁচা দিয়েছিলেন মন্টি পানেসার। সেটা শুনেই মেজাজ হারালেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য।
ইংল্যান্ডের প্রাক্তন বাঁহাতি স্পিনার বলেন, “ভারতীয় দল এবারের বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেছে। তাই ফাইনালে এমন পারফরম্যান্স মেনে নেওয়া যায় না। কারণ বিসিসিআই-এর তো অনেক টাকা। কিন্তু এত টাকা থাকলে কী হবে, ভারত তো আইসিসি ইভেন্ট জিততেই পারে না।”
মন্টির কথা শেষ হতেই প্রতিবাদ করেন সন্দীপ পাতিল। তিনি পালটা বলেন, “ক্রিকেটের আলোচনায় শুধু খেলা নিয়েই কথা বলা উচিত। কিন্তু এখানে সেটা হচ্ছে না। আইসিসি ইভেন্টে গত কয়েক বছর ভারত ট্রফি জিততে পারেনি। সেটা আমরা সবাই জানি। কিন্তু এখানে টাকা-পয়সার কথা কেন আসছে! অস্ট্রেলিয়া দারুণ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করেছে। সেটা নিয়েই আলোচনা হওয়া উচিত।”
মেগা ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ২৪০ রানে অলআউট হয়ে যায় ভারত। কেএল রাহুল, বিরাট কোহলি ও রোহিত শর্মা ছাড়া আর কোনও ব্যাটার রানের মুখ দেখেননি। এর পর চেজ করতে নেমে অজিরা ৪৭ রানে ৩ উইকেট হারালেও, ট্রাভিস হেডের শতরান এবং মার্নাস লাবুশানের ব্যাটের উপর ভর করে ৬ উইকেটে জিতে ফের একবার বিশ্বজয়ী হয় অস্ট্রেলিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.