প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির জট কাটাতে বড়সড় সিদ্ধান্ত নিল আইসিসি। জানিয়ে দেওয়া হল, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। ভবিষ্যতে টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে পাকিস্তানের দাবি খানিকটা মেনে নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেই সঙ্গে ২০২৮ সালে মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্বও দেওয়া হল পাকিস্তানকে।
শোনা গিয়েছিল, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই হিসাবে মেগা টুর্নামেন্ট শুরু হতে আর দুমাস বাকি। কিন্তু এখনও প্রকাশিত হয়নি টুর্নামেন্টের সূচি। এহেন পরিস্থিতিতে জট কাটাতে নতুন সিদ্ধান্ত নিল আইসিসি। বৃহস্পতিবার ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে জানানো হয়, খুব তাড়াতাড়িই সূচি চূড়ান্ত করে ফেলা হবে। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের জট কাটাতে পাকিস্তানের দাবি খানিকটা মেনে নিয়েছে আইসিসি। সূত্রের খবর, প্রথমে পিসিবির দাবি ছিল, ভবিষ্যতে ভারতে আয়োজিত আইসিসি ইভেন্টগুলোতেও তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলতে দিতে হবে। সেটা কার্যকর করতে হবে ২০৩১ পর্যন্ত। কিন্তু প্রথমদিকে এই দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছিল ভারতীয় বোর্ড। তবে শেষে সুর নরম করে ২০২৭ সাল পর্যন্ত পাকিস্তানের দাবি মানতে রাজি হয়েছে বিসিসিআই।
বৃহস্পতিবার বিবৃতি জারি করে সেই প্রস্তাবে সিলমোহর দিল আইসিসি। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, মহিলাদের বিশ্বকাপ এবং ২০২৬ সালে পুরুষদের টি-২০ বিশ্বকাপ- এই তিন টুর্নামেন্টে কার্যকর হবে হাইব্রিড মডেল। ভারত এবং পাকিস্তান কেউই একে অপরের দেশে খেলতে যাবে না। নিরপেক্ষ ভেন্যুতে খেলবে ভারত এবং পাকিস্তান। অর্থাৎ, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। উল্লেখ্য, ২০২৫ সালে মহিলাদের বিশ্বকাপ এবং ২০২৬ সালে পুরুষদের টি-২০ বিশ্বকাপ যথাক্রমে একক এবং যৌথভাবে আয়োজন করবে ভারত। কিন্তু পাকিস্তানের ম্যাচগুলি রাখতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত কোথায় যাবে, সেই নিয়ে এখনও কিছু জানানো হয়নি আইসিসির তরফে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.