প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ টালবাহানার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কাটল জট। হাইব্রিড মডেল মেনে নিল পাকিস্তান বোর্ড (PCB)। তবে শর্তসাপেক্ষে। শুক্রবার এমনটাই জানাল আইসিসি।
কোনও পরিস্থিতিতেই আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকভূমে যেতে রাজি ছিল না বিসিসিআই। সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, নিরপেক্ষ কোনও ভেন্যুতে ভারতীয় দলের খেলার ব্যবস্থা করতে হবে। কিন্তু পাক বোর্ডও ছিল নাছোড়বান্দা। তারা শুরুতে এই হাইব্রিড মডেলের তীব্র বিরোধিতা করে। জানায়, পাকিস্তানেই সব ম্যাচ আয়োজিত হবে। আইসিসির একাধিক প্রস্তাব খারিজ করে দেয় দুই বোর্ড। যৌথভাবে কোনও সিদ্ধান্তেই পৌঁছনো যাচ্ছিল না। শেষে পাক বোর্ড জানায়, শর্তসাপেক্ষে হাইব্রিড মডেলে সম্মতি দেবে তারা। কী সেই শর্ত? ভারত যদি পাকিস্তানে খেলতে না যায়, তবে পাক দলও এদেশে খেলতে আসবে না। অবশেষে কার্যত সেই প্রস্তাবেই দুই পক্ষ রাজি হওয়ায় জটিলতা কাটল। চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ টিম ইন্ডিয়া খেলবে দুবাইয়ে। আর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে লিগ পর্বের খেলবেন না বাবর আজমরা। তাঁদের ম্যাচ আয়োজিত হবে কলম্বোয়।
হাইব্রিড মডেলে সবুজ সংকেত দিলেও আইসিসির তরফে এর জন্য কোনও আর্থিক ক্ষতিপূরণ পাবে না পিসিবি। তবে তার বদলে ২০২৭ সালে পাকিস্তানে আইসিসির একটি মহিলা টুর্নামেন্ট আয়োজনের সত্ত্ব পেল তারা।
একনজরে দেখে নেওয়া যাক দুই বোর্ডের মধ্যে কোন কোন বিষয়ে চুক্তি হল।
১. মোট তিনটি ভেন্যুতে হবে চ্য়াম্পিয়ন্স ট্রফি। টিম ইন্ডিয়া খেলবে দুবাইয়ে।
২. ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ পাকিস্তান খেলবে শ্রীলঙ্কায়।
৩. হাইব্রিড মডেলে সম্মতির জন্য কোনও ক্ষতিপূরণ পাবে না পিসিবি।
৪. তার বদলে ২০২৭-এ পাকিস্তানে আইসিসির একটি মহিলা টুর্নামেন্ট আয়োজন করতে পারবে পিসিবি।
৫. চুক্তিতে খুশি আইসিসি, বিসিসিআই এবং পিসিবি।
শোনা যাচ্ছিল, ৫০ ওভারের পরিবর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে হতে পারে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও তেমনটা হওয়ার সম্ভাবনা কম। এবার দেখার টুর্নামেন্টের সূচি কবে ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.