Advertisement
Advertisement
Virat Kohli

বিরাট আবেগে মাতোয়ারা অস্ট্রেলিয়া, ‘কিং’কে স্বাগত জানিয়ে হিন্দিতে শিরোনাম অজি সংবাদপত্রে

ক্রিকেটপ্রেমীদের উত্তেজনার খানিকটা বরাদ্দ রয়েছে যশস্বী জয়সওয়ালের জন্যও।

Hindi headlines at Australia newspaper on Virat Kohli arrival
Published by: Anwesha Adhikary
  • Posted:November 12, 2024 12:39 pm
  • Updated:November 12, 2024 2:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একযুগ আগে সিডনির মাঠে দাঁড়িয়ে দর্শকদের মধ্যমা দেখিয়ে বিদ্রুপ করেছিলেন। কিন্তু আজ সেই বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়েই ব্যাপক উন্মাদনা অজি জনমানসে। রবিবার বিকেলে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন ভারতীয় ক্রিকেটের ‘কিং’। পরের দিন অস্ট্রেলিয়ার একাধিক সংবাদপত্রের প্রথম পাতায় জায়গা করে নিয়েছে বিরাটের ছবি। সেই সঙ্গে হিন্দি ভাষাতেও খবরের শিরোনাম লেখা হয়েছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের রেকর্ড বরাবরই ভালো। সম্প্রতি বিরাট সেভাবে ফর্মে না থাকলেও ক্রিকেটপ্রেমীদের আশা, ‘প্রিয়’ প্রতিপক্ষ অজিদের বিরুদ্ধেই রাজকীয় কামব্যাক করবেন কিং। বর্ডার-গাভাসকর ট্রফির মাত্র ১০ দিন বাকি। তাই উত্তেজনায় ফুটছে অজি সংবাদমাধ্যম। সেই উত্তেজনার অনেকটাই বিরাটকে ঘিরে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কোহলিই প্রথম অজিভূমে পৌঁছন। তাঁর আগমনেই অজি সংবাদমাধ্যমের দাবি, আসন্ন সিরিজ যেন যুগের লড়াই। হিন্দি শিরোনামে সেই কথাই বুঝিয়েছে অজি সংবাদপত্রগুলো।

Advertisement

ক্রিকেটপ্রেমীদের উত্তেজনার খানিকটা বরাদ্দ রয়েছে যশস্বী জয়সওয়ালের জন্যও। তরুণ ভারতীয় ওপেনারকে ‘নভম রাজা’ অর্থাৎ নতুন রাজা হিসাবেও বলা হয়েছে কয়েকটি সংবাদপত্রে। আগামী দিনে তিনি বিরাটের উত্তরসূরি হতে পারবেন কিনা, সেই নিয়েও চর্চায় মগ্ন অজি ক্রিকেটমহল। তবে অধিনায়ক রোহিত শর্মা বা সহ-অধিনায়ক জশপ্রীত বুমরাহকে নিয়ে সেরকম আগ্রহ নেই অজিভূমে।

উল্লেখ্য, ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। পারথে খেলা হবে প্রথম টেস্ট। জানা গিয়েছে, মঙ্গলবারের মধ্যেই গোটা দল পৌঁছে যাবে অস্ট্রেলিয়া। সেদিন থেকেই শুরু হবে মেন ইন ব্লুর অনুশীলন। তবে একেবারে রুদ্ধদ্বার অনুশীলন করতে চাইছে ভারতীয় শিবির। ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ রিপোর্টে বলা হয়েছে, মঙ্গলবার থেকেই ওয়াকা মাঠে অনুশীলনে নেমে পড়বে ভারত। কিন্তু স্টেডিয়াম সংলগ্ন এলাকায় যেন অঘোষিত লকডাউন জারি হয়েছে। কারণ ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে সাফ জানানো হয়েছে, অনুশীলনে বাইরের কাউকেই থাকার অনুমতি দেওয়া যাবে না।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement