Advertisement
Advertisement

Breaking News

WTC Final

মেলবোর্নে হারলেও রয়েছে ক্ষীণ আশা! কোন অঙ্কে WTC ফাইনালে উঠতে পারে ভারত?

শেষ পর্যন্ত শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকতে হবে রোহিতদের?

Here is the scenario of India to qualify for WTC Final
Published by: Arpan Das
  • Posted:December 30, 2024 1:46 pm
  • Updated:December 30, 2024 1:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্নে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন কি কার্যত শেষ ভারতের? দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে। বক্সিং ডে টেস্ট জিতে এক পা বাড়িয়ে রাখল অস্ট্রেলিয়াও। আর ভারতের জন্য পড়ে রয়েছে অনেক যদি-কিন্তুর অঙ্ক।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগেও ছবিটা এরকম ছিল না। কিন্তু কিউয়িদের কাছে চুনকাম হয়ে পুরো পরিস্থিতি বদলে গিয়েছে। অস্ট্রেলিয়ায় গিয়ে বড় ব্যবধানে জিততেই হত রোহিতদের। সেখানে মেলবোর্নে হেরে বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত পিছিয়ে পড়ল ১-২ ব্যবধানে। WTC ফাইনালের দৌড়ে ১৮ ম্যাচে ভারতের পয়েন্ট শতাংশ ৫২.৭৮। সেখানে অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ৬১.৪৬। তালিকায় দ্বিতীয় স্থানে আছে তারা। অন্যদিকে ভারত রয়েছে তৃতীয় স্থানেই।

Advertisement

রোহিতদের হাতে আছে আর একটি ম্যাচ। সেখানে প্যাট কামিন্সরা সিডনি টেস্টের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্ট খেলবেন। সেক্ষেত্রে WTC ফাইনালে ওঠার জন্য ভারতের জন্য কী অঙ্ক রয়েছে?

অঙ্ক ১: সিডনিতে যে কোনও মূল্যে জিততে হবে রোহিতদের। যদি সিডনিতে ভারত হারে বা ড্র করে, তাহলে ফাইনালের দৌড় থেকে এমনিতেও বিদায় নেবে।

অঙ্ক ২: সিডনিতে ভারত জিতলে সিরিজের ফলাফল হবে ২-২। তখন তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে। সেক্ষেত্রে অজিদের বিরুদ্ধে দুটি টেস্টে জিততেই হবে লঙ্কা ব্রিগেডকে।

অঙ্ক ৩: সিডনিতে জয় পেলে ভারতের পয়েন্ট শতাংশ দাঁড়াবে ৫৫.২৬। অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ হবে ৫৪.২৬। কিন্তু যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়া একটি টেস্টও ড্র করে, তাহলে পয়েন্ট শতাংশ হবে ৫৬.৪৮। সেক্ষেত্রেও কামিন্সরা ফাইনালে চলে যাবেন।

তবে কোনও দলের যদি স্লো ওভার রেটের জন্য পয়েন্ট কাটা যায়, তাহলে ছবিটা বদলাতে পারে। ফলে ভারতের সামনে এখন অনেক অঙ্ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement