Advertisement
Advertisement
Hardik Pandya

৬ বছর পর ঘরোয়া ক্রিকেটে কামব্যাক, কার নেতৃত্বে খেলবেন হার্দিক?

বরোদাকে নেতৃত্ব দেবেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন তারকা।

Hardik Pandya to play SMAT under brother's captaincy for Baroda
Published by: Anwesha Adhikary
  • Posted:November 21, 2024 1:59 pm
  • Updated:November 21, 2024 2:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরোয়া ক্রিকেটে ফিরছেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বরোদার হয়ে খেলবেন তিনি। এই টুর্নামেন্টে বরোদার ক্যাপ্টেন ক্রুণাল পাণ্ডিয়া। অর্থাৎ দাদার নেতৃত্বেই ঘরোয়া ক্রিকেটে ফিরতে চলেছেন হার্দিক।

ঘরোয়া ক্রিকেটে বরোদার জার্সিতে শেষবার ২০১৮-২০১৯ মরশুমে খেলেছিলেন হার্দিক। সেবার রনজি ট্রফিতে খেলার পরে আর ঘরোয়া ক্রিকেটে দেখা যায়নি তারকা অলরাউন্ডারকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তারও আগে খেলেছিলেন হার্দিক। ২০১৬ সালের জানুয়ারি মাসে শেষবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। সেবার উত্তরপ্রদেশের বিরুদ্ধে ফাইনাল খেলেছিল বরোদা। ওই ম্যাচের এক সপ্তাহের মধ্যেই ভারতের হয়ে অভিষেক ম্যাচে নামেন হার্দিক।

Advertisement

অন্যদিকে, গত মরশুমেও বরোদাকে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিকের দাদা ক্রুণাল। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে উঠেছিল বরোদা। কিন্তু পাঞ্জাবের কাছে হেরে যায় ক্রুণালের দল। চলতি রনজি ট্রফিতেও ভালো ছন্দে রয়েছে বরোদা। ২৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’র শীর্ষে রয়েছে তারা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও বরোদা ভালো খেলবে বলেই আশাবাদী ক্রুণালরা। তার আগে টি-২০তে বিশ্বের সেরা অলরাউন্ডার হার্দিক দলে ফেরায় বরোদা আরও শক্তিশালী হবে সেকথা বলাই বাহুল্য। উল্লেখ্য, বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, চোটের সমস্যা না থাকলে জাতীয় দলে না খেলা প্রত্যেক ক্রিকেটারকে নামতে হবে ঘরোয়া ক্রিকেটে। 

উল্লেখ্য, আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। তার পরদিনই রয়েছে আইপিএলের মেগা অকশন। আগামী মরশুমের জন্য ক্রুণালকে রিটেন করেনি তাঁর দল লখনউ সুপার জায়ান্টস। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সে অধিনায়ক হিসাবেই হার্দিককে রিটেন করা হয়েছে। তাই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ভালো খেলে ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরে আসতে চাইবেন ক্রুণাল। আগামী মরশুমে কি মুম্বই ইন্ডিয়ান্সেও ফিরতে পারেন তিনি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement