সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর দুই ম্যাচে হেরে প্রবল চাপে মুম্বই ইন্ডিয়ান্স। দলের মধ্যেই ভাঙনের ইঙ্গিত মিলছে। নাম না করে অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya) খোঁচা দিয়েছেন রোহিত শর্মা। এহেন পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মুম্বই ম্যাচের একটি ভিডিও। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, প্রতিপক্ষ সাই কিশোরকে গালিগালাজ করছেন হার্দিক।
প্রথমে ব্যাট করে ১৯৬ রান তুলেছিল গুজরাট। কিন্তু বড় টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকেই উইকেট হারাতে থাকে মুম্বই। ১০৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অবস্থায় ব্যাট করতে আসেন হার্দিক। কিন্তু দলের প্রতি মোটেই অবদান রাখতে পারেননি। ১৭ বল খেলে তাঁর সংগ্রহ মাত্র ১১ রান। তার মধ্যেই ঝামেলায় জড়ান বিপক্ষ স্পিনারের সঙ্গে। উল্লেখ্য, নির্বাসনের জেরে এবারের আইপিএলের প্রথম ম্যাচে খেলতে পারেননি হার্দিক। শনিবার ঝামেলায় জড়ানোর কারণে ফের তাঁকে কোনও শাস্তি পেতে হয় কিনা, সেদিকে নজর রয়েছে মুম্বই শিবিরের।
ঘটনার সূত্রপাত মুম্বই ইনিংসের ১৫তম ওভারে। সেই সময় বল করতে আসেন সাই কিশোর (Sai Kishore)। প্রথম দুটি বলে কোনও রান করতে পারেননি হার্দিক। তবে ওভারের তৃতীয় বলে চার মারেন। চতুর্থ বল ফের ডট। রান করতে না পেরেই মেজাজ হারান মুম্বই অধিনায়ক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সাই কিশোরকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালিগালাজ করছেন হার্দিক। মন্তব্যের অডিও শোনা যায়নি, তবে ঠোঁট নড়াচাড়া দেখে বোঝা যাচ্ছে তিনি কী মন্তব্য করেছেন।
GAME
Hardik Pandya
Sai Kishore – teammates then, rivals now!
Watch the LIVE action
https://t.co/VU1zRx9cWp #IPLonJioStar
#GTvMI | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, & JioHotstar pic.twitter.com/2p1SMHQdqc
— Star Sports (@StarSportsIndia) March 29, 2025
আইপিএলের (IPL 2025) শুরুতেই পর পর দুই হার। সেটার চেয়েও বড় কথা, দু’ম্যাচের কোনওটিতেই সেভাবে লড়াই পর্যন্ত করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। দুটি ম্যাচেই কোনও সময়ের জন্য মনে হয়নি মুম্বই জিততে পারে। স্বাভাবিকভাবেই হতাশ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তিনি বলছেন, গোটা দলকেই আরও বেশি দায়িত্ব নিতে হবে। বিশেষ করে ব্যাটারদের। নাম না করলেও মুম্বই অধিনায়ক যেন নিজের পূর্বসূরি রোহিত শর্মাকেই নিশানা করলেন। অন্তত ক্রিকেটমহলের একাংশের ধারণা তেমনই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.