Advertisement
Advertisement
Hardik Pandya

ভারত-পাক ক্রিকেট যুদ্ধ জেতার রহস্য কী? ‘ঐতিহাসিক ম্যাচের’ আগে ফাঁস হার্দিকের

পাকিস্তান ম্যাচ তাঁর কাছে এক্সট্রা স্পেশাল বলে মনে করছেন হার্দিক।

Hardik Pandya opines upcoming India vs Pakistan match is going to be historic

হার্দিক পাণ্ডিয়া।

Published by: Krishanu Mazumder
  • Posted:June 7, 2024 8:07 pm
  • Updated:June 7, 2024 8:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে মেগা ম্যাচ যত এগিয়ে আসছে, হার্দিক পাণ্ডিয়াকে ততই শান্ত দেখাচ্ছে। এই ধরনের ম্যাচে স্নায়ু যার সঙ্গে, ম্যাচও সেদিকে। সেই কারণেই নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাচ্ছেন তিনি। 
বাবর আজমদের বিরুদ্ধে তাঁর থেকে স্পেশাল কিছু চাইছেন ভক্ত-অনুরাগীরা। তিনি অলরাউন্ডার। বোলিং এবং ব্যাটিং দুবিভাগেই ছাপ ফেলতে হবে। দলের সহ অধিনায়ক হিসেবেও তাঁর দায়দায়িত্ব অনেক। তিনি সেই দায়িত্ব উপভোগ করেন। প্রয়োজনের সময়ে আরও দায়বদ্ধতা দেখান।

[আরও পড়ুন: ভারতের জন্য বাড়তি সুবিধা! বিশ্বকাপে পক্ষপাতিত্বের অভিযোগ শ্রীলঙ্কার]

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের নায়ক বিরাট কোহলি। কিন্তু হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) ভূমিকাও কম নয়। কোহলির সঙ্গে পার্টনারিশপ তৈরি করেছিলেন তিনি। বারবার বিরাটকে নির্ভরতা দিয়েছেন। আত্মবিশ্বাস জুগিয়ে গিয়েছেন। সেই পাণ্ডিয়া রবিবারের ম্যাচের আগে বলছেন, ”বড় ম্যাচে খেলতে নামা আমার কাছে সবসময়েই উত্তেজনার। এই ধরনের ম্যাচে আমি এক্সট্রা স্পেশাল দিয়ে থাকি। আমি ভাগ্যবান পাকিস্তানের বিরুদ্ধে আমি ভালো খেলি। বেশ কয়েকটা ম্যাচে আমি ভালো খেলেছি।”
আমেরিকার মাটিতে প্রথমবার ভারত-পাক ম্যাচ হচ্ছে। সেই নিরিখে বিচার করলে ইতিহাস তৈরি হতে চলেছে মার্কিন মুলুকে। হার্দিক শান্ত। তিনি বলছেন, ”নিজেকে শান্ত রাখতে হবে। এটা কোনও লড়াই নয়। ঐতিহাসিক ম্যাচ হতে চলেছে।” রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচের আগে নিজেকে শান্ত রাখাই সাফল্যের চাবিকাঠি। 
আয়ারল্যান্ডকে মাটি ধরিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে টিম ইন্ডিয়া। অন্যদিকে পাকিস্তান প্রথম ম্যাচে হার মেনেছে আমেরিকার কাছে। মেগাম্যাচের পারদ চড়তে শুরু করে দিয়েছে। পাণ্ডিয়া বলছেন, ”ভারত-পাক ম্যাচ সব সময়েই উত্তেজনার। অনেক সমর্থন থাকে, আবেগ থাকে, উত্তেজনা মিশে থাকে, সেই সঙ্গে এই ম্যাচটা শৃঙ্খলার সঙ্গে খেলতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: ভারত-পাক ম্যাচের আগে ছুটি নেই দ্রাবিড়ের, মেট্রো সফরেও বাবরদের খেলায় নজর টিম ইন্ডিয়ার হেডস্যরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement