ফাইল ছবি।
আলাপন সাহা: হার্দিক পাণ্ডিয়া লাল বলে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। ছ’বছর আগে শেষ টেস্ট খেলেছিলেন। যা পরিস্থিতি, তাতে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে হার্দিকের। অস্ট্রেলিয়া সফরে হার্দিককে নিয়ে ভাবনা-চিন্তা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে পুরোটাই নির্ভর করছে ভারতীয় তারকা অলরাউন্ডারের ফিটনেসের উপর। যা খবর, তাতে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের আগে একটা রনজি ট্রফি ম্যাচেও খেলতে পারেন হার্দিক। তিনি নিজেও লাল বলের ক্রিকেটে ফেরার ব্যাপারে প্রচণ্ড আগ্রহী। আগামী ১১ অক্টোবর থেকে রনজি শুরু হচ্ছে। বরোদার প্রথম ম্যাচে মুম্বইয়ের সঙ্গে। শোনা গেল, হার্দিক নিজে ওই ম্যাচটা খেলতে চাইছেন। কিন্তু ওই সময় আবার বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় টিম।
ভারতীয় ক্রিকেটমহলে দু’রকম আলোচনা শোনা যাচ্ছে। একটা মহল বলছে, হার্দিক ওই সিরিজের প্রথম দুটো ম্যাচে খেলানো হোক। তারপর তাঁকে রনজি খেলতে দেওয়া হোক। আর মহলের বক্তব্য হল, হার্দিক টি-টোয়েন্টি সিরিজ পুরো খেলুক। তারপর রনজির দ্বিতীয় ম্যাচে নামুক। যদি দেখা যায় চার-দিনের ম্যাচে কোনওরকম সমস্যা হচ্ছে না তাঁর, তাহলে অস্ট্রেলিয়া সফরের আগে হার্দিককে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা টেস্টে খেলানো হতে পারে। দিন কয়েকের মধ্যে হার্দিক জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও যেতে পারেন বলেই খবর। সেখানে লাল-বলে প্র্যাকটিসের পাশাপাশি ম্যাচ সিচুয়েশন ট্রেনিংও চলবে পাণ্ডিয়ার।
হার্দিক যখন রনজি খেলে টেস্ট খেলার ভাবনা-চিন্তা করছেন, তখনও আর এক ভারতীয় তারকা পেসারের মাঠে ফিরতে আরও বেশ কিছুদিন সময় লেগে যাবে বলেই সূত্রের খবর।
তিনি মহম্মদ শামি। বিশ্বকাপে চোট নিয়ে খেলেছিলেন। জানতেন তার জন্য তাঁকে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হতে পারে। কিন্তু শামি কোনওভাবেই বিশ্বকাপ মিস করতে চাননি। ইংল্যান্ড গিয়ে অস্ত্রোপচার হয়েছিল। তারপর এনসিএতেই রিহ্যাব পর্ব চলছে। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই রয়েছে শামি। যা শোনা গেল, তাতে ভারতীয় পেসারের রিকভারি প্রসেস ঠিকঠাকই চলছে। কিন্তু বোর্ড একেবারেই চাইছে না সামিকে তাড়াহুড়ো করে মাঠে ফেরাতে। শামি নিজেও সেটা চান না। বলছিলেন, ‘‘তাড়াহুড়ো করে মাঠে ফেরার থেকে পুরো সুস্থ হয়ে ফেরাটাই ভালো। তাতে যদি দিন কয়েক বেশি সময় লাগে, সেটা লাগুক। কারণ তাড়াহুড়ো করতে ফিরতে গেলে, আবারও চোট গেলে যাওয়ার সম্ভাবনা থাকে।’’ হার্দিকের মতো ভারতীয় দলে ফেরার আগে শামিও রনজিতে খেলবেন। সেটা তিনি নিজেও বলে দিয়েছেন। বাংলার জার্সিতে তাঁকে রনজি খেলতে দেখা যাবে। কিন্তু সেটা রনজির প্রথম ম্যাচ থেকে কি না, সেটা নিয়ে ঘোরতর সন্দেহ আছে। দ্রুত মাঠে ফেরানোর জন্য কোনওরকম ইঞ্জেকশন আর দেওয়া হবে না বলেই ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের খবর। নর্ম্যাল প্রসেস মেনেই ফিট হওয়ার প্রসেস চলছে শামির। সেক্ষেত্রে নিউজিল্যান্ড সিরিজের শেষ টেস্টে হয়তো খেলতে পারেন। তার আগে একটা রনজি হয়তো খেলবেন। কিন্তু সেটা কোনওভাবেই রনজির প্রথম ম্যাচ নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.