Advertisement
Advertisement
Hardik Pandya

পাণ্ডিয়াতেই ভরসা, পরের আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক তারকা অলরাউন্ডার

দলের হেড কোচ মাহেলা জয়বর্ধনে জানিয়ে দিয়েছেন, আগামী মরশুমেও টস করতে যাবেন হার্দিকই।

Hardik Pandya confirmed to captain Mumbai Indians in IPL 2025

হার্দিক পাণ্ডিয়া

Published by: Biswadip Dey
  • Posted:November 1, 2024 12:26 am
  • Updated:November 1, 2024 12:27 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা ছিল। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স কাদের রিটেন করবে আগামী মরশুমে। মুম্বইয়ে তারকার অভাব নেই। বলা ভালো, আইপিএলের অন্য সব দলের তুলনায় মুম্বইয়েই মহাতারকার সংখ্যা বেশি। এই পরিস্থিতিতে কি সকলকে ধরে রাখা হবে? রোহিত-জসপ্রীতদের পাশাপাশি যাঁকে নিয়ে কথা হচ্ছিল, নিঃসন্দেহে তিনি দলের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। কিন্তু দেখা গেল ১৬.৩৫ কোটি টাকা খরচ করে মুম্বইয়ের তৃতীয় রিটেনশনই তারকা অলরাউন্ডার। দলের হেড কোচ মাহেলা জয়বর্ধনে জানিয়ে দিয়েছেন, আগামী মরশুমেও টস করতে যাবেন হার্দিকই।

মুম্বই ইন্ডিয়ান্স ঘোষণা করেছে তারা পাঁচজন খেলোয়াড়কে রিটেন করবে। এঁরা হলেন জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, রোহিত শর্মা এবং তিলক বর্মা। আসলে তিলককে বাদ দিয়ে চার তারকাই দেশের সেরা ক্রিকেটার। নিজ নিজ জায়গায় এঁদের বিকল্প নেই। অন্য কোনও দলে থাকলে এক নম্বর রিটেনশনের দাবিদার এঁরা প্রত্যেকেই। সেই কারণেই তাঁদের ধরে রাখল মুম্বই ম্যানেজমেন্ট।

Advertisement

প্রসঙ্গত, গত মরশুমে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করার পর পুরোপুরি ব্যর্থ হয় মুম্বই দল। আইপিএলের পয়েন্ট তালিকায় সবার নিচে শেষ করেছিল হার্দিক ব্রিগেড। এবার তাই হার্দিককেই অধিনায়ক রাখা হবে কিনা তা নিয়ে জল্পনা ছিলই। কিন্তু সেই জল্পনার অন্ত হল বৃহস্পতিবাসরীয় সন্ধ্যায়। খোদ মাহেলা জয়বর্ধনেই জানিয়ে দিলেন, পাণ্ডিয়াতেই ভরসা রাখছে দল। আসলে আইপিএলে প্রবল সমালোচিত পাণ্ডিয়া সকলকে চমকে দেন টি২০ বিশ্বকাপে। ওয়াংখেড়ের ভিক্ট্রি ল্যাপে যে খেলোয়াড়দের নিয়ে দর্শকদের সবচেয়ে বেশি আবেগ ছিল তাঁদের অন্যতম পাণ্ডিয়া। ফাইনালের শেষ ওভারে দুরন্ত বল করে সকলের মন জিতে নেন তিনি। তবে কেবল ফাইনালই নয়, গোটা টুর্নামেন্টেই ফুল ফুটিয়েছিলেন তিনি। একদিকে ব্যাট হাতে করেছিলেন ১৪৪ রান (স্ট্রাইক রেট ১৫০)। অন্যদিকে বল হাতে তুলে নিয়েছিলেন ১১টি উইকেট। সেই দুরন্ত ফর্মই তাঁকে এবারও অধিনায়ক রেখে দিল মুম্বই ইন্ডিয়ান্সের, মনে করছেন বিশেষজ্ঞরা। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement