Advertisement
Advertisement

Breaking News

Harbhajan Singh

কটাক্ষের জবাব দিতে নেটিজেনকে বেফাঁস মন্তব্য, নেটদুনিয়ার তোপে পড়ে পালটা FIR হরভজনের

হরভজন কেবল প্রাক্তন ক্রিকেটার নন। তিনি আম আদমি পার্টির টিকিটে রাজ্যসভার সাংসদও।

Harbhajan Singh files FIR against X user over foul language

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 26, 2025 12:02 am
  • Updated:February 26, 2025 2:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কটাক্ষের জবাব দিতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন হরভজন সিং। তাঁর বিতর্কিত মন্তব্য ঘিরে ফের নিন্দার বন্যা নেটদুনিয়ায়। শেষ পর্যন্ত এক নেটিজেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ভাজ্জি। তবে ওই ব্যক্তির বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

ঠিক কী ঘটেছে তারকা ক্রিকেটারের সঙ্গে? চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচের পর জয়ের আনন্দে একটি ছবি পোস্ট করেছিলেন হরভজন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন ব্রডকাস্টার নিখিল নাজ এবং বিক্রান্ত গুপ্ত। এক্স হ্যান্ডেলে সেই ছবির নিচে এক ব্যক্তি কমেন্ট করেন, ‘স্টার স্পোর্টসের হিন্দি কমেন্ট্রি এই সুন্দর নীল গ্রহের সবচেয়ে খারাপ বস্তু।’ উল্লেখ্য, একাধিকবার স্টার স্পোর্টসে হিন্দি ধারাভাষ্য দিয়েছেন হরভজন। ওই ইউজারকে যোগ্য জবাব দিতে তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ওহ, ইংরেজের বাচ্চা! লজ্জা লাগা দরকার, নিজের ভাষা বলে এবং শুনে তো গর্ব হওয়া উচিত।’

Advertisement

ভাজ্জির এই বেফাঁস মন্তব্য ঘিরে ফের সমালোচনার ঝড় ওঠে নেটদুনিয়ায়। অনেকেই বলেন, ভারত-পাক ম্যাচে হিন্দি ধারাভাষ্যের দায়িত্বে থাকা হরভজন সিং, নভজ্যোত সিং সিধু-রা এমন কিছু বলেছেন যা একেবারেই শোভনীয় নয়। অন্যদিকে, ওই এক্স ইউজারকে শিক্ষা দিতে তাঁর একাধিক মন্তব্যকে হাতিয়ার করেছেন হরভজন। ‘র‍্যান্ডমসেনা’ নামের ওই ব্যক্তিকে প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘তোমার এই নোংরা ভাষা থেকেই বোঝা যায় তুমি অনুপ্রবেশকারী। নিজেকে বিখ্যাত করার জন্য আমাকে যে ভাষায় আক্রমণ করেছ, সেগুলো সব রেকর্ড হয়েছে।’

এক্স হ্যান্ডেলের ওই পোস্টেই হরভজন জানান, র‍্যান্ডমসেনা নামে ওই ইউজারের বিরুদ্ধে তিনি এফআইআর দায়ের করেছেন। উল্লেখ্য, হরভজন কেবল প্রাক্তন ক্রিকেটার নন। তিনি আম আদমি পার্টির টিকিটে রাজ্যসভার সাংসদও। সেকারণেই তাঁর মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় নেটদুনিয়ায়। তবে ভাজ্জির এফআইআরের পর পুলিশ কী ব্যবস্থা নেয়, সেদিকে নজর থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement