Advertisement
Advertisement
Gautam Gambhir

পিঙ্ক টেস্টের আগেই অ্যাডিলেডে গম্ভীর, কবে যোগ দেবেন দলের সঙ্গে?

২৬ নভেম্বর আচমকাই দেশে ফিরেছিলেন ভারতীয় কোচ।

Gautam Gambhir Flies Back to Australia to Rejoin team India

গৌতম গম্ভীর। ফাইল ছবি।

Published by: Sulaya Singha
  • Posted:December 2, 2024 8:16 pm
  • Updated:December 2, 2024 8:16 pm  

দেবাশিস সেন, অ্য়াডিলেড: ভারত পারথ টেস্ট জয়ের পরই তড়িঘড়ি অস্ট্রেলিয়া থেকে দেশে উড়ে গিয়েছিলেন গৌতম গম্ভীর। প্রয়োজন সেরে অ্যাডিলেড টেস্টের আসে আবার নিজের দায়িত্বে ফিরছেন ভারতীয় দলের কোচ। মঙ্গলবারই রোহিত শর্মাদের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি।

নিউজিল্যান্ডের কাছে চুনকামের হতাশা ভুলে বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে দাপটের সঙ্গে জিতেছে টিম ইন্ডিয়া। তবে এখনই উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই বলেই মনে করছেন প্রাক্তনীরা। কারণ সিরিজের এখনও চারটে টেস্ট বাকি। পরের টেস্ট ৬ ডিসেম্বর থেকে। তাও আবার অ্যাডিলেডে গোলাপি বলে। যেখানে গতবার ৩৬ রানে অল আউটের কলঙ্কও রয়েছে। দলের হয়ে কে ওপেনিং করবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। গত টেস্টে রোহিতের অনুপস্থিতিতে ওপেনিং জুটি হিসেবে সাফল্য পেয়েছিলেন যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুল। তাই রোহিত চারে নামতে পারেন বলেও জল্পনা চলছে। এরই মধ্যে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও ওপেন করতে দেখা যায়নি রোহিতকে। তবে চারে নেমে ব্যর্থ হওয়ায়, ওপেনিং স্লট নিয়ে বেশ দোনামনা ভারতীয় শিবিরে। যদিও গম্ভীর ফিরে আসায় এবার চূড়ান্ত কোনও সিদ্ধান্তের দিকে এগোতে পারে টিম ম্যানেজমেন্ট।

Advertisement

উল্লেখ্য, কিউয়িদের কাছে হারের পর গম্ভীরকে নিয়ে প্রশ্ন উঠেছিল নানা মহলে। এমনকী শোনা যাচ্ছিল, বর্ডার গাভাসকর ট্রফিতেই তাঁর অগ্নিপরীক্ষা হবে। নতুবা তাঁর চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। যদিও প্রথম টেস্টে সাফল্যের সঙ্গেই উত্তীর্ণ হল গম্ভীর বাহিনী। আর তার পরই ২৬ নভেম্বর দেশে ফিরে গিয়েছিলেন গম্ভীর। শোনা গিয়েছিল, পারিবারিক কারণে দেশে ফেরেন তিনি। পরিবারের কেউ অসুস্থ হওয়ার কারণেই এহেন সিদ্ধান্ত। গম্ভীরের অনুপস্থিতিতে সহকারী কোচ অভিষেক নায়ার, রায়ান টেন দুশখাতে, বোলিং কোচ মর্নি মর্কেল ও ফিল্ডিং কোচ টি দিলীপ দায়িত্ব সামলাছিলেন। মঙ্গলবার থেকে ফের দ্বিতীয় টেস্টে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি শুরু গম্ভীর অ্যান্ড কোংয়ের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement