হার্দিক পাণ্ডিয়া। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাচ হারছে মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া রুটিন মাফিক কথা বলছেন। আবার একই ভুল করছে পরের ম্যাচে। সব দেখে শুনে প্রবল বিরক্ত দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ডেল স্টেন (Dale Steyn)।
রাজস্থান রয়্যালসের কাছে সোমবার হার মেনেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। হার্দিক পাণ্ডিয়াদের (Hardik Pandya) কাছে প্রতিটি ম্যাচই এখন মরণবাঁচন। ম্যাচ হেরে যাওয়ার অর্থ হল আইপিএলের প্লে অফের রাস্তা কঠিন করে ফেলা। রাজস্থানের কাছে হেরে মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের পরিস্থিতি কঠিন করে ফেলছে। বিরক্ত স্টেন বলেছেন, ম্যাচ হেরে গেলে ওরা হাসে। আবার একই ভুল বারংবার করছে।
ডেল স্টেন টুইট করেছেন, ”আমি সেদিনের অপেক্ষায় রয়েছি, যেদিন ক্রিকেটাররা মনে যা আসবে, সেটাই বলবে। তার পরিবর্তে এখন বিতর্ক এড়ানোর জন্য কথা বলছে। বোকা বোকা কথা বলছে। পরের ম্যাচ হেরে বসছে। হেরে আসছে। আবার একই ভুল পরে করে চলেছে।”
I really look forward to the day players might say what’s honestly on their mind. Instead we some how dumbed ourselves and our minds into saying the usual safe thing, lose the next game, smile and then repeat that nonsense again. 🙄
PS. Qdk, I love you
— Dale Steyn (@DaleSteyn62) April 22, 2024
পাণ্ডিয়ার সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ১০ রান করেন মুম্বই অধিনায়ক। ২ ওভার বল করেও কোনও উইকেট পাননি হার্দিক। ম্যাচ হেরে মুম্বই অধিনায়ককে বলতে শোনা গিয়েছে, ”আমরা ঠিকমতো পাই রাখতে পারিনি মাঠে। ঘটনাক্রমে আমাদের সব বিভাগেই ওরা হারিয়েছে। প্লেয়ারদের দোষারোপ করার এটা সেরা সময় নয়। দলের প্রত্যেকে পেশাদার। তাদের ভূমিকা সম্পর্কে ওয়াকিবহাল। আমরা যেটা করতে পারি, তা হল এই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে। যে ভুল করেছি, সেই ভুল শুধরে খেলতে নামতে হবে। পরের ম্যাচেও একই ভুল যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।”
পাণ্ডিয়া নিয়ম করে বলছেন একই কথা। ম্যাচে দেখা যাচ্ছে সেই একই ভুল করছে মুম্বই ইন্ডিয়ান্স।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.