Advertisement
Advertisement
Graham Thorpe

দেশের হয়ে খেলেছিলেন ১০০ টেস্ট, মাত্র ৫৫ বছর বয়সে প্রয়াত গ্রাহাম থর্প

প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুতে শোকার্ত ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস।

Former England batter Graham Thorpe passed away
Published by: Anwesha Adhikary
  • Posted:August 5, 2024 1:04 pm
  • Updated:August 5, 2024 2:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের হয়ে খেলেছিলেন ১০০ টেস্ট। কেরিয়ারের শেষদিকে ইঞ্জেকশন নিয়ে হলেও ব্যাট করতেন। কিন্তু মাত্র ৫৫ বছর বয়সে জীবনযুদ্ধে হেরে গেলেন গ্রাহাম থর্প। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন ইংরেজ ব্যাটার। তাঁর প্রয়াণের খবর প্রকাশ করা হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে। নিজের সময়কার অন্যতম সেরা ব্যাটার হিসাবেই ক্রিকেটবিশ্বের কাছে পরিচিত ছিলেন থর্প। প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুতে শোকার্ত ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসও।  

[আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিতের বিরল নজির সত্ত্বেও হার, অসন্তুষ্ট ভারত অধিনায়ক

সারের হয়ে ১৯৮৮ থেকে কাউন্টি খেলতেন থর্প। তার পরে ১৯৯৩ সালে ইংল্যান্ডের টেস্ট দলের হয়ে তাঁর আত্মপ্রকাশ ঘটে আন্তর্জাতিক ক্রিকেটে। ১২ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ১০০টি টেস্ট খেলেছেন তিনি। ৮২টি ওয়ানডেতেও খেলতে দেখা গিয়েছে থর্পকে। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে ২০ হাজারের উপরে রান রয়েছে তাঁর। প্রাক্তন ইংরেজ ব্যাটারের মৃত্যুসংবাদ জানাতে গিয়ে ইসিবির তরফে বলা হয়েছে, দেশের সর্বকালের সেরা ব্যাটারদের মধ্যে অন্যতম গ্রাহাম থর্পের মৃত্যুতে গোটা ইংল্যান্ড গভীরভাবে শোকাহত। 

তবে ক্রিকেট জীবনের শেষদিকে ব্যথায় কাবু হয়ে পড়তেন বাঁহাতি ব্যাটার। পেনকিলার ইঞ্জেকশন নিয়ে হলেও মাঠে নামতেন তিনি। ক্রিকেটার হিসাবে কেরিয়ার শেষ হওয়ার পরে কোচিংয়ের দুনিয়ায় পা রাখেন থর্প। ২০১০ সালে তাঁকে ইংল্যান্ডের ব্যাটিং কোচ নিয়োগ করা হয়। তার পর দলের অ্যাসিস্ট্যান্ট কোচও হন ইংল্যান্ডের জাতীয় দলে। ২০২২ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের সিরিজের জন্য থর্পকে হেড কোচ নিযুক্ত করা হয়। কিন্তু সেই সময়েই অসুস্থ হয়ে পড়েন থর্প। শেষ পর্যন্ত মাত্র ৫৫ বছর বয়সে জীবনযুদ্ধে হার মানলেন প্রাক্তন ব্যাটার। তাঁর প্রয়াণের খবরে এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন বেন স্টোকস।  

[আরও পড়ুন: একই সময়ে দৌড় শেষ দুজনের! কোন অঙ্কে ১০০ মিটারে সোনার পদক পেলেন মার্কিন তারকা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement