Advertisement
Advertisement
Virat Kohli

‘তোমার থেকে দল এটা প্রত্যাশা করে না’, মন্থর ব্যাটিং নিয়ে কোহলিকে বিঁধলেন প্রাক্তন তারকা

দলের হয়ে সর্বোচ্চ রান করলেও সমালোচনার শিকার কোহলি।

Former cricketer Sunil Gavaskar slams Virat Kohli for batting slow

বিরাট কোহলি রান পেলেও সমালোচিত। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:April 26, 2024 12:24 pm
  • Updated:April 26, 2024 2:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলির ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪৩ বলে ৫১ রান করেন কোহলি। তাঁর মন্থর গতির ব্যাটিংয়ের সমালোচনা করেছেন লিটল মাস্টার। দলের মধ্যে সর্বোচ্চ রান করেন কোহলিই। তবুও তিনিই সমালোচিত হচ্ছেন।
৫১ রানের মধ্যে বিরাট কোহলি (Virat Kohli) ৩২ রান করেছেন ১৮ বলে। পরের ১৯ রান তিনি করেন ২৫ বলে। সুনীল গাভাসকর (Sunil Gavaskar) বলছেন, ”সিঙ্গলস, সিঙ্গলস আর সিঙ্গলস নিয়েই চলছে কোহলি। দীনেশ কার্তিক এখনও নামেনি।  এর পরে লোমরোর আছে। এবার একটু ঝুঁকি নেওয়ার দরকার। পাতিদারকে দেখো। এই ওভারেই তিনটি ছক্কা মেরেছে পাতিদার। ও যদি চাইত, তাহলে সিঙ্গলস নিতেও পারত বা বল ছেড়ে দিতে পারত। কিন্তু ও সেই রাস্তা নেয়নি।”
২০ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করে ২০৬ রান। রান তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ থেমে যায় ১৭১ রানে। 

[আরও পড়ুন:  হারের অন্ধকার থেকে জয়ের সরণিতে কোহলিরা, পরাজিত হায়দরাবাদ]

আরসিবি-র ইনিংসের শেষে সুনীল গাভাসকর বলছেন, ”মাঝপথে মনে হচ্ছিল কোহলি ওর ছন্দ হারিয়ে ফেলেছে। সঠিক সংখ্যাটা বলতে পারব না, তবে ৩১-৩২ থেকে আউট হওয়া পর্যন্ত কোহলিকে একটাও বাউন্ডারি মারতে দেখলাম না। দিনের শেষে কোহলি যখন আউট হচ্ছে, তখন ১৪ বা ১৫ ওভারের প্রথম বল। তোমার স্ট্রাইক রেট মাত্র ১১৮। দল কিন্তু তোমার কাছ থেকে এটা প্রত্যাশা করে না।” 

Advertisement

বিরাট কোহলির মন্থর ব্যাটিং নিয়ে সরব হলেন সুনীল গাভাসকর। 

[আরও পড়ুন: ইডেনেই প্লে অফের টিকিট নিশ্চিত করার হাতছানি, পাঞ্জাবের বিরুদ্ধে জিততে মরিয়া কেকেআর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement