Advertisement
Advertisement
Rashid Latif

‘চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের পাকিস্তানে আসা প্রায় নিশ্চিত’, জোর দিয়ে বলছেন প্রাক্তন পাক অধিনায়ক

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। চলবে ৯ মার্চ পর্যন্ত।

Former captain Rashid Latif thinks India might come to Pakistan to play in Champions Trophy

ফাইল চিত্র।

Published by: Krishanu Mazumder
  • Posted:August 29, 2024 8:25 pm
  • Updated:August 29, 2024 9:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি-র ক্যালেন্ডারে ফিরে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সাত বছর পরে ফের চ্যাম্পিয়ন্স ট্রফির বল গড়াবে পাকিস্তানে। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। চলবে ৯ মার্চ পর্যন্ত। ভারতের অংশগ্রহণ নিয়ে এখনও প্রশ্ন রয়েছে।
এদিকে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় দল নিরপেক্ষ দেশের ভেন্যুতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায়। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ মনে করেন, পাকিস্তানের মাটিতে এসে ভারত খেলবে। সেই ব্যাপারে পঞ্চাশ শতাংশ নিশ্চিত তিনি।

[আরও পড়ুন: কর্মক্ষেত্র শিবাজি পার্কে বসবে রমাকান্ত আচরেকরের মূর্তি, সরকারের সিদ্ধান্তের প্রশংসা শচীনের]

ইউটিউব চ্যানেলে লতিফকে বলতে শোনা গিয়েছে, ”জয় শাহ যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি-র চেয়ারম্যান হয়, তার অর্থ পাকিস্তান ক্রিকেট বোর্ড ওকে সমর্থন করছে।” প্রাক্তন পাক উইকেট কিপার মনে করেন, ভারত যে খেলতে আসবে পাকিস্তানে, তা পঞ্চাশ শতাংশ নিশ্চিত এখন।
এখনও পর্যন্ত জয় শাহর কাজে সন্তুষ্ট রশিদ লতিফ। তিনি বলেছেন, ”এখনও পর্যন্ত জয় শাহর কাজ ক্রিকেটের জন্য উপকারী। সেটা বিসিসিআই-এর ক্ষেত্রে এবং আইসিসি-র ক্ষেত্রে সমান প্রযোজ্য।” উল্লেখ্য, ভারতীয় দল ২০০৮ সালে শেষ বার এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: ৪৫ দিন পর প্রত্যাবর্তন, কোপা ফাইনালের চোট সারিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে মেসি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement