ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় গত এক বছর ধরে চন্দ্রপল দয়াল এলাহাবাদের কারবালা মসজিদ সংলগ্ন বাড়ির বাইরে বেরোতেন না। অপমানিত হতে হত যে! আসলে বাড়ির বাইরে চন্দ্রপল দয়াল বেরোলে স্কুলফেরত বাচ্চারা বাসে যাওয়ার সময় বলতে বলতে যেত, ‘‘রিঙ্কু সিং…রিঙ্কু সিং…পাঁচ ছক্কা…পাঁচ ছক্কা!’’ শুধু স্কুল বাসে করে যাওয়ার সময় নয়, বাড়ির জানালা দিয়ে উঁকি মেরেও একই কথা বলত তারা! চন্দ্রপল সব শুনতেন, অপমানিত লাগত। কিন্তু কিছু বলতে পারতেন না। ছেলের কথা ভাবতেন, আর প্রবল যন্ত্রণায় গুমরোতেন মনে মনে।
ছেলের নাম যশ দয়াল (Yash Dayal) যে! গত বছর আইপিএলে কেকেআরের রিঙ্কু সিংয়ের কাছে পাঁচ ছক্কা খাওয়া যশ দয়াল! যা এক বছর ধরে ভুগিয়েছে উত্তরপ্রদেশের বাঁ হাতি পেসারকে। তাঁর পরিবারকে। কিন্তু বলে না, যে কোনও অন্ধকার শেষে স্বস্তির সূর্য ওঠে। এক্ষেত্রেও তাই হয়েছে। ২০২৩ আইপিএলে যে যশ দয়াল চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিলেন, তাঁর কেরিয়ার সঙ্কটে পড়ে গিয়েছিল মাত্র পাঁচটা বলে, এক বছর পর সেই যশ দয়ালই ডাক পেয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের স্কোয়াডে।
‘‘আমাদের কাছে পুরো ব্যাপারটাই বিপর্যয়ের মতো ছিল। দুর্ঘটনা বলে যাকে। আমাদের বাড়ির পাশ দিয়ে স্কুল বাস যেত। আর বাচ্চারা চেঁচাত, রিঙ্কু সিং, রিঙ্কু সিং বলে। কী যে যন্ত্রণা হত, বলে বোঝাতে পারব না। আমি শুধু ভাবতাম, আমার ছেলের সঙ্গেই কেন হল এ জিনিস?’’ কথা বলার সময় প্রায় কেঁদে ফেলেন চন্দ্রপল দয়াল। পেশাসূত্রে যিনি অ্যাকাউট্যান্ট ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত।
কেকেআরের বিরুদ্ধে সেই অভিশপ্ত ম্যাচ, রিঙ্কু সিংয়ের পরপর পাঁচ ছক্কা পরবর্তী সময়ের কথা ভাবলে এখনও শিউরে ওঠেন যশের বাবা। ‘‘যশের মা অসুস্থ হয়ে পড়েছিল। প্রবল বিপর্যস্ত হয়ে পড়েছিল। যশও খোলসের মধ্যে ঢুকে গিয়েছিল পুরো। তার উপর টাইটান্সও যশকে ছেড়ে দেয়। তার পর ও-ও অসুস্থ হয়ে পড়ে। তবে পরিবার হিসেবে আমরা একটা প্রতিজ্ঞা করেছিলাম। আমরা যশকে বলেছিলাম, যত দিন না তুমি ভারতের হয়ে খেলছো, তত দিন আমাদের লড়াই থামবে না। আমরা সবাই ওকে সাহস জোগাতাম যে, হাল ছাড়া যাবে না। আজ দেখুন, ভারতের হয়ে খেলার জন্য ডাক তো পেয়ে গেল যশ,’’ বলে দেন যশের বাবা চন্দ্রপল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.