ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১-র পর আর কোনও বিশ্বকাপ ট্রফির সাফল্য আসেনি ভারতের (India Cricket Team) মাটিতে। গত বছর ফাইনালে উঠেও হাতছাড়া হয়েছে একদিনের ক্রিকেটে বিশ্বজয়ী হওয়ার স্বপ্ন। আর দশদিনের মধ্যেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup)। কিন্তু এবারও আশা নেই রোহিত শর্মাদের। এমনটাই মনে করেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার।
ভারতীয় সময় ২ জুন থেকে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বল গড়াবে কুড়ি-কুড়ির বিশ্বযুদ্ধের। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে। ৯ জুন সেই চিরপ্রতীক্ষিত ভারত-পাকিস্তান যুদ্ধ। রোহিত-কোহলি-বুমরাহদের নিয়ে সজ্জিত দল যে বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার, তা স্বীকার করে নিচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম ডেভিড লয়েড (David Lloyd)।
ইংল্যান্ডের হয়ে ৯টি টেস্ট ও ৮টি ওয়ান ডে খেলা ক্রিকেটারের মতে, বিপক্ষকে ভয় দেখানোর মতো দল নয় ভারত। তিনি বলেন, “ভারতের টিমের ভাবনাচিন্তা বড্ড পরিচিত। বিপক্ষ সবসময়ই কোয়ালিটি দিয়ে দলকে মাপবে। হ্যাঁ, ভারতীয় দলে ভালো প্লেয়ার অবশ্যই আছে। কিন্তু ব্যাটে-বলে ওরা কোনও রিস্ক নিতে চায় না। হয়তো ভালো খেলাই খেলবে। যদিও আমার মতে, ওদের নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।”
ভারতের ব্যাটিং লাইন-আপের সূর্যকুমার যাদব টি-টোয়েন্টির একনম্বর ব্যাটার। আছেন আইপিএলের অরেঞ্জ ক্যাপের মালিক বিরাট কোহলি। জশপ্রীত বুমরাহর ইয়র্কার নিশ্চিত ভাবেই পরীক্ষা নেবে বিপক্ষের। সেসব সত্ত্বেও ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়েও কটাক্ষ করলেন লয়েড।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.