নিউজিল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন বোল্ট।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভাবে কেউই আন্তর্জাতিক কেরিয়ার থেকে সরে যেতে চাইবেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে লজ্জাজনক ভাবে ছিটকে গিয়েছে নিউজিল্যান্ড।
সোমবার পাপুয়া নিউ গিনি ম্যাচের পরে ট্রেন্ট বোল্ট জানিয়ে দেন, আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তাঁর শেষ দিন। কিউয়িদের জার্সি পরে ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন বোল্ট। কিন্তু শেষটা তাঁর ভালো হল না। নিজেও তা স্বীকার করে নিয়েছেন বোল্ট। যদিও পাপুয়া নিউ গিনিকে দাঁড়াতে না দিয়ে শেষ ম্যাচ জিতে নেয় কিউয়িরা।
এর আগে বোল্ট জানিয়েছিলেন, এটাই তার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেটেও যে পূর্ণচ্ছেদ টেনে দেবেন বোল্ট, তা কি আগে কেউ বুঝতে পেরেছিলেন?
সবাই ধরেই নিয়েছিলেন, দেশের হয়ে সাদা বলের ক্রিকেটে আর দেখা যাবে না বোল্টকে। কিন্তু পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ম্যাচের পরে ৩৪ বছরের ক্রিকেটার জানিয়ে দেন, আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁকে আর দেখা যাবে না।
বোল্ট বলেছেন, ”শেষ দুদিন বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। তবে সিদ্ধান্ত নেওয়ার পরে নতুন করে আর কিছু ভাবিনি। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলার মতো অবস্থায় নেই। শেষ ম্যাচটা দারুণ উপভোগ করেছি।”
বোল্ট সম্পর্কে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, ”সব ফরম্যাটের ক্রিকেটে সমান ধারাবাহিকতা বজায় রেখে খেলেছে বোল্ট।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.