Advertisement
Advertisement
Dwayne Bravo

পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণা ব্র্যাভোর, কবে শেষ ম্যাচ খেলবেন ক্যারিবিয়ান তারকা?

চেন্নাই সুপার কিংসের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন 'চ্যাম্পিয়ন' ব্র্যাভো।

Dwayne Bravo is going to play his final professional tournament in CPL

ডোয়েন ব্র্যাভো। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:September 1, 2024 1:16 pm
  • Updated:September 1, 2024 1:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ডোয়েন ব্র্যাভো। তবে এখনই তিনি ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন না। তার জন্য অপেক্ষা করতে হবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ পর্যন্ত। ঘরের মাঠে ত্রিনিদাদ নাইট রাইডার্সের হয়ে খেলে অবসর নেবেন ‘চ্যাম্পিয়ন’ ব্র্যাভো। সোশাল মিডিয়ায় সেই কথা জানিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার।

এর আগেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। শেষবার তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে নেমেছিলেন ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কিন্তু তার পরও আইপিএল খেলেছেন। চেন্নাই সুপার কিংসের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন ব্র্যাভো। মাঝে কিছুদিন গুজরাট লায়ন্সের হয়ে খেললেও, তাঁর মূল পরিচয় ধোনির দলের সদস্য হিসেবেই। ২০২৩ পর্যন্ত সিএসকে-তে খেলার পর আইপিএলকে বিদায় জানান।

Advertisement

[আরও পড়ুন: ‘ভোলাভালা মনে হলেও ও কিন্তু…’ রোহিতের ‘ভুলোমনে’র গল্পে ভুলতে নারাজ ICC-র আম্পায়ার]

কেরিয়ার জুড়ে সারা বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন ব্র্যাভো। পাকিস্তানের টি-টোয়েন্টি সুপার লিগ ছাড়াও আমেরিকার মেজর লিগ ক্রিকেট, গ্লোবাল টি-২০ কানাডার মঞ্চ মাতিয়েছেন তিনি। এছাড়া ঘরের মাঠে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনিদাদ নাইট রাইডার্সের হয়ে বহু বছর খেলেছেন। এবার সেই জার্সি গায়েই ক্রিকেটকে বিদায় জানাবেন ৪০ বছরের তারকা।

[আরও পড়ুন: দীর্ঘ প্রতীক্ষা শেষে ট্রফি, নর্থইস্ট ফুটবলারদের মুখে জন-বন্দনা]

নিজের সোশাল মিডিয়ায় ব্র্যাভো লিখেছেন, “সফরটা দারুণ ছিল। আমি জানাতে চাই, সিপিএলে এটাই আমার শেষ বছর। ক্যারিবিয়ানের মানুষদের শেষ টুর্নামেন্ট খেলাই আমার শেষ পেশাদার টুর্নামেন্ট হতে চলেছে। ত্রিনিদাদ নাইট রাইডার্স থেকেই আমার সফর শুরু হয়েছিল। তাদের হয়েই আমার যাত্রা শেষ হোক।” নিজের কেরিয়ারে অসংখ্য সাফল্য পেয়েছেন ব্র্যাভো। ২০১২, ২০১৬ ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এবার পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন ‘চ্যাম্পিয়ন’ ব্র্যাভো।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dwayne Bravo aka SIR Champion🏆🇹🇹 (@djbravo47)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement