Advertisement
Advertisement
IPL 2020

ঘোষিত এবারের IPL-এর সূচি, জেনে নিন কেকেআরের ম্যাচ কোন কোন দিন

টুর্নামেন্টের ফাইনাল হবে ১০ নভেম্বর।

Dream 11 IPL 2020 Schedule, Team, Venue, Time Table
Published by: Subhamay Mandal
  • Posted:August 27, 2020 1:12 pm
  • Updated:August 27, 2020 1:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ টালবাহানার পর করোনা আবহে অবশেষে শুরু হচ্ছে আইপিএল (IPL)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্টের আসর বসছে দুবাইয়ে (Dubai)। ইতিমধ্যে প্রত্যেকটি দলই পৌঁছে গিয়েছে সেখানে। সেইসঙ্গে বৃহস্পতিবার ঘোষিত হল আইপিএলের সূচি। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও ধোনির চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল।

তবে কলকাতার ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের সূচি। নাইটরা প্রথম ম্যাচ খেলবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আগামী ২০ সেপ্টেম্বর। ভারতীয় সময় বিকেল চারটেয় শুরু হবে ম্যাচ। তারপর আবার ২৩ তারিখ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রাত আটটা ম্যাচ। একনজরে দেখে নেওয়া যাক কবে কবে ম্যাচ রয়েছে নাইটদের-

Advertisement

২০ সেপ্টেম্বর- বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

২৩ সেপ্টেম্বর- বনাম দিল্লি ক্যাপিটালস

২৭ সেপ্টেম্বর- বনাম চেন্নাই সুপার কিংস

২৯ সেপ্টেম্বর- বনাম রাজস্থান রয়্যালস

৩ অক্টোবর- মুম্বই ইন্ডিয়ান্স

৬ অক্টোবর- বনাম সানরাইজার্স হায়দরাবাদ

৯ অক্টোবর- বনাম দিল্লি ক্যাপিটালস

১৩ অক্টোবর- বনাম কিংস ইলেভেন পাঞ্জাব

১৬ অক্টোবর- বনাম কিংস ইলেভেন পাঞ্জাব

১৮ অক্টোবর- বনাম মুম্বই ইন্ডিয়ান্স

২২ অক্টোবর- বনাম রাজস্থান রয়্যালস

২৭ অক্টোবর- বনাম চেন্নাই সুপার কিংস

৩১ অক্টোবর- বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

৪ নভেম্বর- বনাম সানরাইজার্স হায়দরাবাদ

[আরও পড়ুন: আইপিএলে ডোপ বিতর্ক এড়াতে কড়া NADA, আমিরশাহীতে যাচ্ছে বিশেষ দল]

এবারের আইপিএলের ফাইনাল হবে ১০ নভেম্বর। এদিকে, করোনা আবহে নিয়মানুযায়ী, কোনও খেলোয়াড়ের শরীরে করোনার উপসর্গ ধরা দিলে, তাঁকে এবং তাঁর সংস্পর্শে আসা খেলোয়াড়দের ৭ দিনের জন্য সেলফ-আইসোলেশনে যেতে হবে। সেক্ষেত্রে একটি দলের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বাইরে থাকতে হতে পারে। ফলে সমস্যায় পড়বে সেই দলটি। এই ব্যাপারটি মাথা রেখেই সূচি তৈরি করা হয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement