সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক-দুই নয়। টানা ১২ বার টস করতে এসে হার রোহিত শর্মার। আর পরপর একডজন টস হারায় ব্রায়ান লারার লজ্জার রেকর্ড স্পর্শ করলেন ভারত অধিনায়ক।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবারও টসে জয়ের মুখ দেখেননি রোহিত। রবিবাসরীয় ফাইনালে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ছবিটা বদলায় কি না, সেদিকে নজর ছিল ভারতীয় সমর্থকদের। কিন্তু এবারও ভাগ্যদেবী সহায় হলেন না। টস জিতে যান মিচেল স্যান্টনার। রোহিত শর্মাকে বলতে শোনা যায়, আগে ব্যাটিং করতে হবে নাকি বোলিং, সেসব নিয়ে চিন্তাভাবনা করা ছেড়ে দিয়েছেন। অর্থাৎ, তিনিও যেন মনে মনে ধরে নিয়েছেন টস হারাটাই তাঁর ভাগ্যে রয়েছে। অধিনায়ক হিসেবে লারাও টানা ১২ বার টসে হেরেছিলেন। ১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯-এর মে মাসের মধ্যে পরপর ১২টি টসে হারেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্যাপ্টেন। আর সব ফরম্যাট মিলিয়ে এই নিয়ে মোট ১৫ বার টসে হার হল রোহিতের।
Captain Rohit Sharma reaction after loss another toss. #INDvsNZ
Rohit be like : “ab me kya Karu isme” pic.twitter.com/OSBcf194oP
— ⁴⁵ (@rushiii_12) March 9, 2025
২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপের সেমিফাইনালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষবার কোনও ওয়ানডে ম্যাচে টস জিতেছিল টিম ইন্ডিয়া। সেটাও নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
তবে রোহিত টস নিয়ে বিশেষ চিন্তিত না হলেও আইসিসি নকআউটে কিউয়িদের বিরুদ্ধে ভারতের ফলাফল কিন্তু স্বস্তিদায়ক নয়। এখনও পর্যন্ত নকআউট পর্বে চারবার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে তিনবারই জয়ী নিউজিল্যান্ড। ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই দলের কাছে হেরেই ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল কোহলিদের। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতীয় দল মধুর প্রতিশোধ নিতে পারে কি না, সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.