Advertisement
Advertisement

Breaking News

Jos Buttler

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘শূন্য’ হাতে বিদায়ের পরই অধিনায়কত্ব ছাড়লেন বাটলার!

গ্রুপ বি-এর প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে দল।

CT 2025: Jos Buttler resigns as England's ODI captain after Champions Trophy debacle
Published by: Sulaya Singha
  • Posted:February 28, 2025 7:32 pm
  • Updated:February 28, 2025 8:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব ছাড়লেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের! লাগাতার ব্যর্থতায় হতাশ হয়েই এমন সিদ্ধান্ত। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসে আন্তর্জাতিক ওয়ানডে এবং টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার কথা জানালেন তিনি। বললেন, আগামীর জন্য এবার জায়গাটা ছেড়ে দেওয়াই উচিত। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের কাছেও নাস্তানাবুদ হয়েছে ইংল্যান্ড। আর তাতেই গ্রুপ বি-এর প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে দল। কার্যত সেই দায় কাঁধে নিয়েই সাদা বলের ক্রিকেট থেকে নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন জোস বাটলার। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমার নেতৃত্বে দল সেভাবে সাফল্য পায়নি। আগের আইসিসি টুর্নামেন্ট হোক কিংবা সম্প্রতি কিছু সিরিজ, আমরা ব্যর্থই হয়েছি। যেটা সত্যিই খুব দুঃখজনক। তাই ভেবেচিন্তে দেখলাম, সরে দাঁড়ানোর এবার সময় এসেছে। অন্য কেউ এই স্থানে আসুক।”

বাটলারের নেতৃত্বে আইসিসির তিনটি টুর্নামেন্টে ব্যর্থতার মুখ দেখেছে ইংল্যান্ড। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর বাটলারের অধিনায়কত্বে দল খেলেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল এবং বাকি দুটির গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল দল। শুধু তাই নয়, আফগানিস্তানের মতো তুলনামূলক নতুন দলের কাছে দু’বার পরাস্ত হয়েছে ইংল্যান্ড। সম্প্রতি আবার ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজেও যাবতীয় লড়াই বিফলে গিয়েছিল ইংল্যান্ডের। ওয়ানডে-তে হোয়াইটওয়াশ এবং টি-টোয়েন্টিতে ১-৪-এ সিরিজ হারে তারা। লাগাতার ব্যর্থতায় অধিনায়ক হিসেবে আত্মবিশ্বাস হারিয়েছেন বাটলার। সেই কারণেই আর এই পদে থাকতে চান না তিনি। দক্ষিণ আফ্রিকা ম্যাচেই শেষবারের মতো নেতৃত্ব দেবেন তিনি।    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement