Advertisement
Advertisement

Breaking News

MS Dhoni

ম্যাচ হেরে বিরাটদের সঙ্গে হাত মেলালেন না ‘হতাশ’ ধোনি, ভাইরাল ভিডিও ঘিরে হইচই

ম্যাচের পর কী করলেন ধোনি?

CSK player MS Dhoni skips handshake with RCB players in IPL 2024

ছবি: সোশাল মিডিয়া।

Published by: Arpan Das
  • Posted:May 19, 2024 3:05 pm
  • Updated:May 19, 2024 5:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরণবাঁচন ম্যাচে বেঙ্গালুরুর (RCB) কাছে হেরে প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে চেন্নাই (CSK)। দুরন্ত ব্যাটিংয়েও দলকে জেতাতে পারেননি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এমনকী ম্যাচের পর বেঙ্গালুরু ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই ড্রেসিংরুমে ফিরে গেলেন মাহি। তেমনটাই দাবি সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয়।

শেষ ওভারে ম্যাচ জিততে চেন্নাইয়ের দরকার ছিল ৩৫ রান। কিন্তু ধোনিদের পাখির চোখে ছিল মাত্র ১৭ রান। রানরেটের বিচারে এই রান করলেই প্লে অফে চলে যেত সিএসকে। প্রথম বলে ১১০ মিটারের বিশাল ছক্কা হাঁকান ধোনি। কিন্তু পরের বলেই ক্যাচ তুলে আউট হয়ে ফিরে যান। সেখান থেকে দলকে জেতাতে পারেননি শার্দূল-জাদেজা জুটি। ম্যাচের পর ধরা পড়ে ধোনির থমথমে মুখ।

Advertisement

[আরও পড়ুন: ‘ফার্স্ট বয়’ থাকাই লক্ষ্য নাইটদের, শুরুতে গুরবাজ হতে পারেন নারিনের সঙ্গী]

হারের পর মাঠের মধ্যে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ছিলেন চেন্নাইয়ের ক্রিকেটাররা। তাঁদের সামনে ছিলেন ধোনি। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায়, আচমকা ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক। বেঙ্গালুরুর সাপোর্ট স্টাফ ও অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে হাত মেলান। তার পরই দ্রুত ভিতরে চলে যান। 

যদিও কেন এহেন আচরণ করলেন তিনি, তার কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। ধরে নেওয়া হচ্ছে, চলতি মরশুমের শেষেই অবসর নিতে পারেন মাহি। খোদ বিরাটও ইঙ্গিত দিয়েছেন সেদিকেই। ফলে শেষ আইপিএল জিততে মরিয়া ছিলেন চেন্নাইয়ের ‘আইকন’। আউট হওয়ার পর ব্যাটে ঘুসিও মারেন। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার হতাশা থেকেই কি বেঙ্গালুরুর ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেন না ধোনি? সেই প্রশ্নও তুলছেন ভক্তরা। যদিও অনেকের মতে, মাঠে তিনি অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন। আরসিবি ক্রিকেটাররা নিজেদের মধ্যে সেলিব্রেশনে ব্যস্ত থাকায় ধোনি ফিরে যান।

[আরও পড়ুন: অলিম্পিকের আগে বিরাট সাফল্য ব্যাডমিন্টনে, থাইল্যান্ড ওপেন জয়ী সাত্বিক-চিরাগ জুটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement