সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্সদের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। ফাইনালে (Champions Trophy 2025 Final) নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে খেতাব ছিনিয়ে নিলেন রোহিতরা। তারপর ট্রফি জয়ের উৎসব। ভারত অধিনায়ক রোহিত শর্মার হাতে ট্রফি তুলে দিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনিও। কিন্তু ছিলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেউ। অথচ তারাই আয়োজক।
আসলে নামেই আয়োজক। গোটা টুর্নামেন্ট জুড়ে তাদের ভূমিকা বারবার প্রশ্নের মুখে পড়েছে। সেটা পরিকাঠামো হোক বা ম্যাচ আয়োজন। নিরাপত্তা জনিত কারণে পাকভূমে যায়নি ভারত। রোহিতরা ম্যাচ খেলেছেন দুবাইয়ে। কিন্তু তা বলে ট্রফি দেওয়ার অনুষ্ঠানে কেউ উপস্থিত থাকবেন না? যতই হোক, তারাই তো আয়োজক। এমনকী ফাইনালে গ্যালারিতেও দেখা যায়নি তাদের। সেটা কি ভারতের সাফল্যে ‘রাগ’ করে?
প্রশ্ন তুলছেন প্রাক্তন পাক তারকা শোয়েব আখতার। সোশাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওবার্তায় তিনি বলেন, “ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে। কিন্তু আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেউ এখানে নেই। অথচ পাকিস্তানই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক। কেউ কোনও ট্রফি দিতে এল না? কেন কেউ এখানে উপস্থিত নেই? এটা নিয়ে ভাবা উচিত। এটা একটা আন্তর্জাতিক মঞ্চ। এখানে আসা উচিত ছিল।”
This is literally beyond my understanding.
How can this be done???#championstrophy2025 pic.twitter.com/CPIUgevFj9— Shoaib Akhtar (@shoaib100mph) March 9, 2025
আরও একটি ভিডিওয় তিনি ভারতের প্রশংসা করেছেন। সেখানে তিনি বলেন, “টুর্নামেন্টের সেরা দল ভারত। বরুণ অসাধারণ বল করেছে। বিরাটের কামব্যাক ঘটেছে। রোহিত আজ দারুণ খেলল। তারা দেখিয়ে দিল কীভাবে ভালো ক্রিকেট খেলতে হয়। ভারতকে অভিনন্দন। ওরা যোগ্য দল হিসেবেই জিতেছে।”
The best team of the tournament has won the Champions Trophy. That too without dropping a single match!! #India #championstrophy2025 pic.twitter.com/KUytSNyQi7
— Shoaib Akhtar (@shoaib100mph) March 9, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.