Advertisement
Advertisement

Breaking News

PCB

ভাঁড়ে মা ভবানীর দশা পাকিস্তানের! টাকা তুলতে ৯৪ লক্ষে নিজেদের টিকিট বেচলেন PCB চেয়ারম্যান

নকভি দুবাইয়ে ভারত-পাক ম্যাচ দেখবেন সাধারণ আসনে বসে।

Champions Trophy 2025: PCB chairman Mohsin Naqvi sacrifices India vs Pakistan INR 94 lakh ticket for funds
Published by: Arpan Das
  • Posted:February 18, 2025 2:51 pm
  • Updated:February 18, 2025 2:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফির দুবাইয়ের ম্যাচে প্রায় সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছে। আর সেখান থেকে পাক বোর্ডের জন্য প্রায় কোটি টাকা কামানোর সুযোগ ছাড়লেন না পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। যে আসনে তাঁর বসার কথা ছিল, সেটা ৯৪ লক্ষর বেশি টাকায় বেচে দিয়েছেন তিনি।

Advertisement

২৩ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণ। গোটা টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলে রোহিতরা ম্যাচ খেলবেন দুবাইয়ে। সেখানে ভিআইপি আসনে বসার কথা ছিল পিসিবি চেয়ারম্যান নকভি-সহ অন্যান্য সদস্যদের। তবে তাঁরা ৩০ আসনের ভিআইপি বক্সে বসবেন না। বরং টিকিট বিক্রি করে সাধারণ আসনে বসবেন তাঁরা। প্রিমিয়াম টিকিটের মূল্য ৪০০০০০ দিরহাম। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৯৪ লক্ষ টাকার সামান্য বেশি।

এই টাকা ব্যবহার করা হবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির স্টেডিয়াম সংস্কারের জন্য। নকভির এই সিদ্ধান্তের প্রশংসাও করছেন অনেক। এই তিনটি স্টেডিয়ামেই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হবে। আর এই স্টেডিয়ামগুলি তৈরি করতে কম ঝামেলা পোহাতে হয়নি পাক বোর্ডের। সময়মতো তৈরি না হওয়ায় আইসিসির হাতে হস্তান্তর করতে দেরি হয়েছে। এমনকী স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলো নিয়েও কটাক্ষের মুখে পড়তে হয়েছে।

সব মিলিয়ে মনে করা হচ্ছে, পিসিবির আর্থিক অবস্থা ভালো নয়। রিপোর্ট অনুযায়ী, হাইব্রিড মডেলে রাজি হওয়ায় আইসিসির থেকে বাড়তি অর্থও পেয়েছে পাক বোর্ড। এমনকী গদ্দাফি স্টেডিয়ামের নামের স্বত্ত্ব বিক্রি করে প্রায় ৩৭ কোটি টাকা লাভ করেছে বলে শোনা গিয়েছিল। এবার দুবাইয়ে ভিআইপি আসন ‘ত্যাগ’ করে পাক বোর্ডের জন্য টাকা তুলছেন নকভি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement