সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজার হালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে কাজ এখনও ফুরোয়নি। একদশক পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে মরিয়া ক্রিকেটাররা। কিন্তু তাঁদের শক্তির রহস্য কী? তারকা ক্রিকেটাররা নিজেরাই দেখালেন কার ফোনে কী আছে।
পাকিস্তান ও বাংলাদেশ, গ্রুপের দুই দলকেই দুরমুশ করেছে ভারত। পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আদতে নিয়মরক্ষার ম্যাচ হলেও, এখানেই ঠিক হয়ে যাবে গ্রুপ শীর্ষে কোন দল থাকবে। তার আগে সম্প্রচারকারী চ্যানেলের ভিডিওয় তারকা ক্রিকেটাররা দেখালেন, কার ফোনে কী আছে? প্রথমেই জানতে চাওয়া হয়, কার ওয়ালপেপার কী? শামি দেখান, তাঁর ফোনে আছে মেয়ে আইরার ছবি। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে সম্পর্কের জটিলতার জন্য মেয়ের সঙ্গে খুবই কম দেখা হয় শামির। মনের পাশাপাশি ফোনের ওয়ালপেপারেও মেয়েকে রেখে দিয়েছেন ভারতীয় পেসার।
হার্দিকের ফোনেও রয়েছে ছেলের সঙ্গে ছবি। তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে গত বছর। ঘরে-বাইরে বিভিন্ন লড়াই লড়েও জাতীয় দলে ফুল ফুটিয়েছেন হার্দিক। এখন তিনি সবচেয়ে বেশি শোনেন হনুমান চালিসা। সেটাই যেন তাঁর শক্তির উৎস। শামি যেমন নিয়মিত শোনেন অরিজিৎ সিংয়ের গান। অন্যদিকে শ্রেয়স আইয়ারের ওয়ালপেপারে রয়েছে তাঁর মায়ের সঙ্গে ছবি। জাদেজার ওয়ালপেপারে অবশ্য কিছুই নেই। সেই সঙ্গে তাঁরা কাকে শেষ ফোন করেছিলেন বা কোন ইমোজি বেশি ব্যবহার করেন, সেটাও জানিয়েছেন।
Ever wondered what your favorite cricketers like @hardikpandya7 and @ShreyasIyer15 are up to on their phones? #SahibaBali gives us a glimpse into their lives off the field!
#ChampionsTrophyOnJioStar
#INDvNZ | SUN 2 MAR, 1:30 PM on Star Sports 1 & Star Sports 1 Hindi!
— Star Sports (@StarSportsIndia) February 26, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.