সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) নিয়ে জটিলতা অব্যাহত। ভারত যে পাকিস্তানে যাবে না, তা ইতিমধ্যেই পরিষ্কার করে দিয়েছে বিসিসিআই। ভারতের আপত্তির কারণে এখনও সূচি প্রকাশ করা যায়নি। এমনকী পাকিস্তানে আদৌ এই ট্রফি হবে কিনা, সেই নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। বিকল্প বলতে রয়েছে হাইব্রিড মডেল। আর সেই প্রস্তাবে পিসিবি-কে রাজি করানোর জন্য লোভনীয় প্রস্তাব দিতে চলেছে আইসিসি।
জট কাটাতে আগামী মঙ্গলবার একটি বৈঠকের আয়োজন করছে আইসিসি। সেখানে পাক বোর্ডের কাছে হাইব্রিড মডেলে রাজি হওয়ার প্রস্তাব দেওয়া হবে। কিন্তু পিসিবি তো জানিয়েছে তারা এই পরিকল্পনায় রাজি নয়। এবার কি সমস্ত শর্ত মেনে নেবে তারা? সেটারও উপায় ভেবে রেখেছে আইসিসি। সেক্ষেত্রে পিসিবি-কে বাড়তি টাকা ইনসেন্টিভ হিসেবে দেওয়া হবে। আর তাতে যে পাকিস্তান রাজি হবে, এমনটাই মনে করে আইসিসির এক সূত্র।
পাকিস্তানের আর্থিক সংকটের চেহারা নতুন কিছু নয়। তার মধ্যে একাধিক স্টেডিয়াম সংস্কার করতে প্রচুর টাকা ব্যয় হয়েছে। এমনকী পাঁচ বছরের জন্য একটি বেসরকারি ব্যাঙ্ককে ‘বিক্রি’ করতে হয়েছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের নামের স্বত্ত্ব। সেই জন্য তাদের ভারতীয় মুদ্রায় ৩৭ কোটি টাকা পাওয়ার কথা। এই পরিস্থিতিতে হাইব্রিড মডেলের জন্য বাড়তি ইনসেন্টিভের প্রস্তাবে পিসিবি রাজি হয়ে যেতে পারে বলেই আশাবাদী আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার সূত্র।
আইসিসির সূত্রের মতে, মঙ্গলবারের মিটিংয়েই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। তবে হাইব্রিড মডেলে রাজি হলেও একাধিক শর্ত দিতে পারে পিসিবি। তার মধ্যে লাহোরের ওই স্টেডিয়ামে ফাইনাল করা নিয়ে নাছোড়বান্দা তারা। শেষ পর্যন্ত পরিস্থিতি কী দাঁড়ায়, সেটা সময়ই বলবে। যদি শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়, তাহলে ভারতের ম্যাচ পড়তে পারে সংযুক্ত আরব আমিরশাহীতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.