Advertisement
Advertisement
Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দল পাঠাতে নারাজ বিসিসিআই, পাকিস্তান থেকে সরতে পারে মেগা ইভেন্ট

পাকিস্তানের পরিবর্তে কোথায় হতে পারে টুর্নামেন্ট?

Champions Trophy 2025: ICC likely to shift the event from Pakistan if India refuses to travel there
Published by: Krishanu Mazumder
  • Posted:July 20, 2024 11:32 am
  • Updated:July 20, 2024 12:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) খেলতে পাকিস্তানে দল পাঠাতে নারাজ বিসিসিআই। আর ভারতীয় দল পাক মুলুকে খেলতে না গেলে চ্যাম্পিয়ন্স ট্রফি সরতে পারে ইমরান খানের দেশ থেকে। এমনটাই খবর।
একটি সর্বভারতীয় হিন্দি দৈনিকের খবর অনুযায়ী, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরতে পারে। তবে যদি-কিন্তু একটা থাকছে। ভারত যদি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যায় তাহলে সেখান থেকে সরে যাবে এই টুর্নামেন্ট। প্রতিবেদন অনুযায়ী, সেক্ষেত্রে টুর্নামেন্ট সরে যেতে পারে দুবাই বা শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সূত্রও একই কথা বলছে। 

[আরও পড়ুন: সামনে ইউনাইটেড স্পোর্টস, জয় আর ভালো ফুটবলই আজ লক্ষ্য মহামেডানের]

Advertisement

খবরের ভিতরের খবর বলছে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে সমর্থন করবে। তারাও পাকিস্তানে যেতে আপত্তি জানিয়েছে।
আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ৫ মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। পাকিস্তান ক্রিকেট বোর্ডও ক্রীড়াসূচির খসড়া আইসিসি-কে পাঠিয়ে দিয়েছে বলে সূত্রের খবর।
৮ বছর পরে ক্রিকেট ক্যালেন্ডারে প্রত্যাবর্তন হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে, এমনটা ধরে নিয়েই সূচি তৈরি করেছে পিসিবি। নিরাপত্তার কারণে একটি মাত্র মাঠেই ভারতের ম্যাচ আয়োজন করার কথা ভাবা হচ্ছে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সব ম্যাচ খেলার কথা মেন ইন ব্লু’র। কিন্তু ভারত আপত্তি জানিয়েছে। আর ভারত বেঁকে বসাতেই পাকিস্তান থেকে সরে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি।

[আরও পড়ুন: ‘এর বেশি আমার আর কী করার আছে…’, হঠাৎ কেন এমন প্রশ্ন মহম্মদ শামির?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement