প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সূচি। দীর্ঘ টালবাহানার পর মেগা টুর্নামেন্ট নিয়ে নিয়ে যাবতীয় টালবাহানার ইতি। হাইব্রিড মডেল মেনে নিয়েছে পাকিস্তান। সেই অনুযায়ী দুবাইয়ে ম্যাচ খেলবে ভারত। আর বহুপ্রতীক্ষিত ভারত-পাক মহারণ হবে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি। সেই ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়েই।
৮ বছর পর প্রত্যাবর্তন ঘটতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। এবারের টুর্নামেন্টে খেলবে মোট ৮টি টিম। গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ২০২৫-এর ১৯ ফেব্রুয়ারি। সেমিফাইনাল হবে ৪ মার্চ ও ৫ মার্চ। ফাইনাল ৯ মার্চ। ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। ম্যাচটি হবে ২০ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, কোনও পরিস্থিতিতেই আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকভূমে যেতে রাজি ছিল না বিসিসিআই। সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, নিরপেক্ষ কোনও ভেন্যুতে ভারতীয় দলের খেলার ব্যবস্থা করতে হবে। কিন্তু পাক বোর্ডও ছিল নাছোড়বান্দা। তারা শুরুতে এই হাইব্রিড মডেলের তীব্র বিরোধিতা করে। জানায়, পাকিস্তানেই সব ম্যাচ আয়োজিত হবে। আইসিসির একাধিক প্রস্তাব খারিজ করে দেয় দুই বোর্ড। যৌথভাবে কোনও সিদ্ধান্তেই পৌঁছনো যাচ্ছিল না। শেষে চাপের মুখে হার মানে পাক বোর্ড। শেষ পর্যন্ত, শর্তসাপেক্ষে হাইব্রিড মডেলে সম্মতি দেয় তারা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সূচি:
ভারত বনাম বাংলাদেশ: ২০ ফেব্রুয়ারি (দুবাই)- দুপুর ২.৩০ মিনিট
ভারত বনাম পাকিস্তান: ২৩ ফেব্রুয়ারি (দুবাই)- দুপুর ২.৩০ মিনিট
ভারত বনাম নিউজিল্যান্ড: ২ মার্চ (দুবাই)- দুপুর ২.৩০ মিনিট
প্রথম সেমিফাইনাল: ৪ মার্চ – (দুবাই) (ভারত উঠলে প্রথম সেমিফাইনাল খেলবে) দুপুর ২.৩০ মিনিট
দ্বিতীয় সেমিফাইনাল: ৫ মার্চ (লাহোর) (পাকিস্তান উঠলে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে)- দুপুর ২.৩০ মিনিট
ফাইনাল: ৯ মার্চ (লাহোর) (ভারত উঠলে ফাইনাল দুবাইয়ে)- দুপুর ২.৩০ মিনিট
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.