Advertisement
Advertisement

Breaking News

Yuzvendra Chahal

কুলদীপকে দরাজ সার্টিফিকেট, নিজে জাতীয় দলে ফিরবেন কি? উত্তর অজানা চাহালের

এই মুহূর্তে পাঞ্জাব কিংসের হয়ে অনুশীলনে ব্যস্ত চাহাল।

Chahal is happy with Kuldeep's success even though he doesn't think of playing for the country

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:March 16, 2025 5:48 pm
  • Updated:March 16, 2025 8:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ মার্চ শুরু হবে আইপিএলের আসর। মেগা ইভেন্ট শুরুর আগে যুজবেন্দ্র চাহাল জানিয়েছেন, ভারতীয় দলে ফেরা তাঁর হাতে নেই। এমন জবাবে অনেকের জল্পনা, চাহাল হয়তো টিম ইন্ডিয়ার জার্সি পরে খেলার আশা ছেড়ে দিয়েছেন। তবে দীর্ঘদিনের সতীর্থ কুলদীপ যাদবের সাফল্যে খুশি তিনি। মহেন্দ্র সিং ধোনি যখন অধিনায়ক, ‘কুল-চা’ জুটির ঘূর্ণিতে অনেক ম্যাচ জিতেছে ভারত। কিন্তু কুলদীপ এখনও ওয়ানডে দলে চুটিয়ে খেললেও চাহাল ভারতের হয়ে শেষবার খেলেছিলেন ২০২৩ সালের আগস্টে।

সংবাদমাধ্যমকে চাহাল জানান, ভারতীয় দলে ফেরা এমন একটি বিষয় যা এই মুহূর্তে তাঁর হাতে নেই। ৩৪ বছর বয়সি এই ক্রিকেটার বলেন, “যা আমার হাতে নেই আমি তা নিয়ে ভাবি না। এই মুহূর্তে কুলদীপ বিশ্বের এক নম্বর রিস্ট স্পিনার। আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট উভয় ক্ষেত্রেই ও যেভাবে বোলিং করছে, তাতে সেটা স্পষ্ট।” সেই সঙ্গে প্রশ্ন, তাহলে কি ‘কুল-চা’ জুটিকে আর ভবিষ্যতে  জাতীয় দলে দেখা যাবে না?

Advertisement

এই মুহূর্তে পাঞ্জাব কিংসের হয়ে অনুশীলনে ব্যস্ত চাহাল। এরই মাঝে কুলদীপের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা তুলে ধরেন। তাঁর কথায়, “আমি কুলদীপের সঙ্গে বোলিং করতে ভালোবাসি। মাঠে এবং মাঠের বাইরে আমাদের মধ্যে দুর্দান্ত বোঝাপড়া। ওর সঙ্গে বোলিং করতে ভালোলাগত। কারণ আমাদের বোলিং করার ধরন অনেকটা একই রকম। আমরা দু’জনেই আক্রমণাত্মক বোলিং করতে পছন্দ করি। হয়তো সেই কারণেই দু’জনের জুটি সফল। যখন আমাদের মধ্যে একজন বেশি রান দিয়ে ফেলত, তখন অন্য প্রান্তে আরেকজন বিপক্ষকে চাপে রাখার চেষ্টা করত। এভাবেই আমরা সবসময় একে অপরের উপর আস্থা রাখতাম।”

‘কুল-চা’ জুটি টিম ইন্ডিয়ার হয়ে ৩৭টি ওয়ানডেতে ১৩০টি উইকেট নিয়েছে। আসন্ন আইপিএলে দু’জনেই আবার মাঠে ফিরবেন। কুলদীপ দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামতে চলেছেন। রাজস্থান রয়্যালস থেকে চাহাল চলে গিয়েছেন পাঞ্জাব কিংসে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub