ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্লো ওভার রেটের কারণে নির্বাসিত হয়েছেন হার্দিক পাণ্ডিয়া। ফলে আইপিএলের প্রথম ম্যাচটিই খেলতে পারবেন না তিনি। অধিনায়ককে বাদ দিয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। কিন্তু আগামী দিনে এই সমস্যার মধ্যে আর পড়তে হবে না কোনও দলকে। তার জন্য নতুন নিয়ম চালু করল আইপিএল।
গত বছর পর্যন্ত আইপিএলের নিয়ম ছিল, মন্থর ওভার রেটের জন্য প্রথম বার দোষী সাব্যস্ত হলে অধিনায়ককে দিতে হয় ১২ লক্ষ টাকা। দ্বিতীয়বার একই অপরাধের জন্য ক্যাপ্টেনকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। আর তৃতীয়বার দোষী হলে ৩০ লক্ষ টাকা জরিমানা, সেই সঙ্গে এক ম্যাচের নির্বাসনের খাঁড়া নেমে আসে অধিনায়কের উপরে। সেই শাস্তি পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের তৎকালীন অধিনায়ক ঋষভ পন্থ। শাস্তি ভুগছেন হার্দিকও।
কিন্তু নতুন নিয়ম থেকে উঠে যাচ্ছে নির্বাসনের শাস্তি। তার বদলে থাকছে ডিমেরিট পয়েন্ট এবং বড় অঙ্কের জরিমানা। লেভেল ১ অপরাধ করলে অধিনায়ককে ২৫ থেকে ৭৫ শতাংশ জরিমানা করা হবে। তাঁর নামের পাশে বসবে ডিমেরিট পয়েন্ট। যদি লেভেল ২ অপরাধ করেন তাহলে ম্যাচ ফি’র পুরোটাই জরিমানা গুণতে হবে অধিনায়ককে। সর্বোচ্চ চারটি ডিমেরিট পয়েন্ট যোগ হবে অধিনায়কের নামের পাশে। তবে ডিমেরিট পয়েন্টের সংখ্যা খুব বেশি বেড়ে গেলে পরবর্তীকালে হয়তো নির্বাসিত হতে পারেন ক্রিকেটাররা।
প্রসঙ্গত, এবারের আইপিএলে আরও বেশ কয়েকটি নিয়ম বদল করা হয়েছে। আসন্ন আইপিএলে বলে লালা ব্যবহার করা যাবে। আইপিএল দলগুলির অধিকাংশ অধিনায়কই এই সিদ্ধান্তে সহমত হয়েছেন বলে সূত্রের খবর। পাশাপাশি ১১ ওভারের পর নতুন বল ব্যবহার করা যাবে। ওয়াইড বলের রিভিউ নেওয়ার ক্ষেত্রেও চালু হচ্ছে নতুন নিয়ম। রিভিউকে আরও শক্তিশালী করে তুলতে হক-আই এবং বল ট্র্যাকিং শুরু করছে আইপিএল কর্তৃপক্ষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.