Advertisement
Advertisement
Virat Kohli

‘ফাইনালে ম্যাচের সেরা হওয়ার যোগ্য ছিল না কোহলি’, বিতর্কিত মন্তব্য মঞ্জরেকরের

কেন একথা বললেন সঞ্জয় মঞ্জরেকর?

Bowlers saved Virat Kohli, Sanjay Manjrekar again raises strike rate controversy
Published by: Krishanu Mazumder
  • Posted:July 2, 2024 8:39 pm
  • Updated:July 2, 2024 9:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ হন বিরাট কোহলি। কিন্তু সঞ্জয় মঞ্জরেকরের (Sanjay Manjrekar) মতো প্রাক্তন তারকা মনে করেন, সেদিন ম্যাচের সেরা করা যেত কোনও বোলারকে। ভারতীয় বোলাররাই কোহলিকে বাঁচিয়ে দিয়েছেন বলে দাবি করেন সঞ্জয় মঞ্জরেকর।
ফাইনালে ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেন কোহলি। সঞ্জয় মঞ্জরেকর এহেন মন্তব্য করে নতুন করে কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলে দিলেন। আইপিএলেও কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশ্বজয়ের পরও সেই একই জিনিস নিয়ে বিতর্ক তৈরি হল। 

[আরও পড়ুন: ‘আগে দেশভক্ত হও’, অভিষেকের আগেই প্রাক্তন ক্রিকেটারের তোপের মুখে রিয়ান]

ধারাভাষ্যকার মঞ্জরেকরকে বলতে শোনা গিয়েছিল, বিশ্বকাপ ফাইনালে বোলাররাই বাঁচিয়েছেন কোহলিকে। কারণ বোলাররা যদি ভালো বোলিং না করতেন, তাহলে কোহলির ইনিংস কাজে আসত না। ফাইনালের পরিস্থিতিও সেরকমই হয়েছিল। শেষ ওভারে সূর্যকুমার যাদব যদি অবিশ্বাস্য ক্যাচটি না ধরতেন, তাহলে ভারতের স্বপ্ন হয়তো ভাঙত। মঞ্জরেকর বলেছেন, ”ওই ইনিংসটার জন্য হার্দিক পাণ্ডিয়ার মতো বিপজ্জনক ব্যাটার মাত্র দুটি বল পায়। ভারতের ব্যাটিং ভালো হয়েছে। তবে আমার মনে হয় বিরাট কোহলির ইনিংস ভারতকে বিপন্ন করতে পারত। সেদিকেই যাচ্ছিল ব্যাপারটা। কিন্তু বোলারদের জন্য শেষ হাসি হাসে ভারত।”
টিম ইন্ডিয়া সাত রানে ম্যাচ জিতলেও পেন্ডুলামের মতো ফাইনাল দোলে দুই শিবিরে। মঞ্জরেকার বলেন, ”ভারত প্রায় হারের কিনারায় পৌঁছে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনা ছিল ৯০ শতাংশ। এরপর ম্যাচ ঘুরে যাওয়ায় বেঁচে যায় কোহলির ইনিংস। কোহলি প্রায় অর্ধেক ইনিংস ব্যাট করে, ওর স্ট্রাইক রেট ১২৮। বোলারদের কেউ ম্যান অফ দ্য ম্যাচ হলে ভালো হত। কারণ বোলাররাই হারের হাত থেকে ভারতকে রক্ষা করেছে।” 

Advertisement

[আরও পড়ুন: রোহিতের এক ফোনেই বদলেছিলেন সিদ্ধান্ত, বিশ্বজয়ের পর অধিনায়ককে ‘ধন্যবাদ’ দ্রাবিড়ের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement