গৌতম গম্ভীর। ছবি: বিসিসিআই।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে প্রত্যাশিতভাবেই ‘মাইন্ড গেম’ শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। এবার অজিদের নিশানায় মূলত ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর। দিন কয়েক আগে রিকি পন্টিং গম্ভীরকে ‘বদরাগী’ বলেছিলেন। এবার আর এক প্রাক্তন অজি অধিনায়ক টিম পেইন এবার টিম ইন্ডিয়ার হেড কোচের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন।
সম্প্রতি রিকি পন্টিং একযোগে গৌতম গম্ভীর, বিরাট কোহলিকে নিশানা করেছিলেন। প্রাক্তন অজি অধিনায়ক বলেছিলেন, “গত পাঁচ বছরে বিরাট টেস্টে মাত্র দুটি সেঞ্চুরি করেছে। কোহলি না হয়ে অন্য কেউ হলে, আন্তর্জাতিক ক্রিকেটে খেলার আর সুযোগই পেত না।” পন্টিংয়ের সেই উক্তি শুনে খানিক মেজাজ হারান গম্ভীর। তিনি পালটা বলে দেন, “ভারতের ক্রিকেট নিয়ে পন্টিংয়ের এত মাথাব্যথা কীসের? ওর অস্ট্রেলিয়া ক্রিকেট নিয়ে ভাবা উচিত। বিরাট-রোহিতকে নিয়ে এত চিন্তা না করলেও চলবে। ওরা দুজনেই ভারতীয় ক্রিকেটকে প্রচুর কিছু দিয়েছে। ভবিষ্যতেও অবদান রাখবে।”
বিতর্ক সেখানেই থামেনি। গম্ভীরের জবাব শুনে পালটা খোঁচা দেন পন্টিং। “গম্ভীর সবসময় বিরক্ত হয়ে থাকে। সবকিছুতেই গোঁসা করে আর সহজেই খেপে যায়। তাই ও জবাব দিয়েছে শুনে আমি অবাক হইনি।” বলে দেন অজি কিংবদন্তি। পন্টিংয়ের সেই সুরে এবার সুর মেলালেন টিম পেইন। তিনি বলছেন, “ভারতের নতুন কোচ গম্ভীর বেশ বদমেজাজি, সব সময় লড়াই চায়। এটা যে খুব খারাপ, সেটা নয়। তবে আমার মনে হয় ভারতীয় দলের কোচ হিসাবে ও সঠিক লোক নয়।”
রবি শাস্ত্রীর সঙ্গে গম্ভীরের তুলনা টেনে পেইন বলে দিচ্ছেন, “ভারত আগে যখন অস্ট্রেলিয়ায় গিয়ে দুটো সিরিজ জিতেছে তখন ওদের কোচ ছিলেন রবি শাস্ত্রী। দলের মধ্যে অসাধারণ পরিবেশ তৈরি করেছিলেন। অল্প কথায় ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে পারতেন। কিন্তু গম্ভীর তেমন নয়। যদি আপনার কোচ সাংবাদিক বৈঠকে একটা সহজ প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলে, তাহলে বুঝতে হবে প্রথম টেস্ট হারলে গোটা সিরিজে ভারতের কাজটা বেশ কঠিন হতে চলেছে। এই মুহূর্তে ভারতের জন্য বিরাট-রোহিতের ফর্মের থেকেও বেশি চিন্তার হতে চলেছে গম্ভীরের শান্ত থাকতে না পারাটা।” বস্তুত, ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়া কোচ গম্ভীরকেই ভারতের ‘দুর্বলতা’ মনে করছেন অজিরা। সেকারণেই তাঁকে টার্গেট করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.