Advertisement
Advertisement
Border Gavaskar Trophy

বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন টেস্ট ড্র, চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা জিইয়ে রাখলেন রোহিতরা

ভারত রানতাড়া করার সময় ফের বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। শেষ পর্যন্ত জয়ের জন্য ঝাঁপানোই হল না ভারতের।

Border Gavaskar Trophy: Third test in Brisbane ends in a draw
Published by: Arpan Das
  • Posted:December 18, 2024 11:09 am
  • Updated:December 18, 2024 11:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ পর্যন্ত ড্র হল বৃষ্টিবিঘ্নিত গাব্বা টেস্ট। পঞ্চম দিনেও বাধা হয়ে দাঁড়াল ব্রিসবেনের আবহাওয়া। জয়ের জন্য ভারতের লক্ষ্য ছিল ২৭৫ রান। ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ৮ রান করে টিম ইন্ডিয়া। তারপরই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ম্যাচ ড্র বলে ঘোষণা করেন আম্পায়াররা। বর্ডার গাভাসকর ট্রফির ফলাফল এখনও ১-১। পরের টেস্ট মেলবোর্নে। 

ব্রিসবেনে প্রথম দিন থেকেই ভুগিয়েছে বৃষ্টি। শেষদিনও তার পিছু ছাড়ল না। পঞ্চমদিন জয়ের জন্য ২৭৫ রান করতে হত ভারতকে। রোহিতরা জয়ের জন্য ঝাঁপাবে নাকি, টেস্ট ড্র করেই সন্তুষ্ট থাকবে, সেটাও দেখার বিষয় ছিল। কিন্তু সেটা দেখার আর সুযোগ মিলল না। খারাপ আবহাওয়া তো ছিল, সঙ্গে ছিল বজ্রপাতের আশঙ্কা। সব মিলিয়ে সময়ের বেশ খানিকটা আগেই ম্যাচ ড্র ঘোষণা করে দেওয়া হয়।

Advertisement

প্রথম ইনিংসে ৪৪৫ রান করে অস্ট্রেলিয়া। বুমরাহর ৬ উইকেট সত্ত্বেও অজি ব্যাটিংয়ের কোমর ভাঙা যায়নি। স্টিভ স্মিথ করেন ১০১ রান। অন্যদিকে ট্র্যাভিস হেড করেন ১৫২ রান। ম্যাচের সেরাও তিনি। সেভাবে নজর কাড়তে পারেননি মহম্মদ সিরাজ, আকাশ দীপরা। ব্যাট করতে নেমেও বিপর্যয়ের শিকার হয় ভারত। ব্যর্থ হন বিরাট কোহলি, রোহিত শর্মারা। প্রথম দিকে ৮৪ রান করে ভরসা জোগান কেএল রাহুল। মাঝের সারিতে ভারতের ফলো অন বাঁচানোর জন্য লড়াই চালিয়ে যান। তিনি করেন ৭৭ রান। শেষবেলায় মাটি কামড়ে পড়ে থেকে ফলো অন বাঁচান জশপ্রীত বুমরাহ ও আকাশ দীপ।

পঞ্চম দিনে ভারতের ইনিংস থেমে যায় ২৬০ রানে। অর্থাৎ ১৮৫ রানে পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া। ৩১ রান করে আউট হন আকাশ দীপ। বুমরাহ অপরাজিত থাকেন ১০ রানে। এদিন সকাল থেকে আক্রমণাত্মক খেলতে শুরু করেন অজিরা। কিন্তু বুমরাহদের বোলিংয়ের সামনে কাজটা একেবারেই সহজ ছিল না। ভারতীয় বোলিংয়ের সামনে একের পর এক উইকেট হারায় অস্ট্রেলিয়া। বুমরাহ ১৮ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। সিরাজ ও আকাশ দীপের শিকার ২টি করে উইকেট। ৮৯ রানে ৭ উইকেট হারিয়ে ডিক্লেয়ার করে দেয় অস্ট্রেলিয়া। অর্থাৎ জয়ের জন্য ভারতের দরকার ছিল ২৭৫ রান। রানতাড়া করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ৮ রান করে ভারত। কিন্তু তারপরই বৃষ্টি নামে। শেষ পর্যন্ত ড্র ঘোষণা করে দেওয়া হয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement