সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাডিলেড টেস্টে ভারতের মাথাব্যথার নাম ট্রাভিস হেড। ১৪১ বলে ১৪০ রান করে অস্ট্রেলিয়াকে বড় রানের লিড এনে দিলেন তিনি। শেষ পর্যন্ত সিরাজের বলে আউট হলেও, দ্বিতীয় দিনের নায়ক হেডই। শেষবেলায় ঝামেলায় জড়ালেন সিরাজের সঙ্গে। আর তাতে সুনীল গাভাসকর ক্ষীপ্ত ভারতীয় বোলারের উপরেই।
এমনিতে গোটা দিন জুড়ে এক বুমরাহ ছাড়া আর কাউকে চোখে পড়েনি। সিরাজ-রানাদের নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলেছেন হেডরা। কখনও লেগ স্ট্যাম্পের, তো কখনও অফ স্ট্যাম্পের লাইন ভুলে অজি ব্যাটারদের কাজ আরও সহজ করে দিয়েছেন ভারতীয় বোলাররা। তার মধ্যে হেডকে আউট করার পর সিরাজের অতিরিক্ত উচ্ছ্বাসকে ভালো চোখে নিচ্ছেন না গাভাসকর।
তাঁর স্পষ্ট বক্তব্য, “অপ্রয়োজনীয়। এসব করার কোনও দরকার ছিল না। হেড ১৪০ রান করে আউট হয়েছে। চার-পাঁচ রান করে আউট হয়নি। ১৪০ রানে আউট করার পর ওকে বাইরের পথ দেখানো কাজের কথা নয়। হেড অ্যাডিলেডের ঘরের ছেলে। স্বাভাবিকভাবেই ওখানকার দর্শক ওকে সমর্থন করবে। সিরাজ যদি ওর জন্য হাততালি দিত, তাহলে কিন্তু সিরাজই নায়ক হয়ে যেত। তার বদলে বাইরের পথ দেখিয়ে, সিরাজ বরং ভিলেন হয়ে গেল। যদি চার-পাঁচ রানে আউট করত, তার পরে বাইরের পথ দেখালে ছবিটা অন্যরকম হত।”
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন অবশ্য মনে করেন, সিরাজ একটু বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন উইকেট পেয়ে। কিন্তু একই সঙ্গে তাঁকে বিনয়ী হওয়ার পরামর্শও দিচ্ছেন। অ্যাডিলেডের দর্শক অবশ্য ব্যাপারটাকে ভালো চোখে নেয়নি। সিরাজকে ক্রমাগত ধিক্কার জানাতে থাকে তারা। আর যখন হেড ফিরে যাচ্ছেন, তখন গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে হাততালি দেয় তাঁর জন্য। মাঠে একমাসের সন্তানকে নিয়ে তার সাক্ষী থাকলেন হেডের স্ত্রীও।
Siraj shouldn’t have been aggressive to a superior Australian.
Instead he should have said sorry to Travis Head for getting his wicket 🫡pic.twitter.com/I4wmkhKHP2— Dinda Academy (@academy_dinda) December 7, 2024
It’s a century to Travis Head at Adelaide Oval, and the sell out crowd erupts! pic.twitter.com/mURGaJvuFD
— 7Cricket (@7Cricket) December 7, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.